কলকাতা : শুক্রবার থেকে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর পার্শ্ববর্তী গ্যালারি গোল্ডে শুরু হয়েছে এক অভিনব আলোকচিত্র প্রদর্শনী। ‘ Mother Earth 2024’ নামাঙ্কিত এই প্রদর্শনীটি এবার পঞ্চম বর্ষে পদার্পণ করলো। মোট ১৮০ টি আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে।
অরণ্যের গোটা প্রাণীকুল যেন উঠে এসেছে প্রদর্শনী কক্ষে। প্রতিটি ছবিতেই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বন্য প্রাণীকুলকে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীটি দেখার সুযোগ পাওয়া যাবে রবিবার পর্যন্ত। প্রদর্শনের পাশাপাশি অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদানের জন্য প্রতিযোগিতাও থাকছে।
৭৪ জন প্রতিযোগী ছাড়া ‘এখন আরণ্যক’ -এর ২০ জন সদস্যের ছবিও দেখা যাবে প্রদর্শনীতে। বন্যপ্রাণী সংক্রান্ত ম্যাগাজিন ‘এখন আরণ্যক’ – এর চারটি সংখ্যা প্রকাশিত হয় প্রতি বছর। এই ম্যাগাজিনের পথ চলা ১৫ বছর। এতে বন্যজগতের নতুন নতুন দিগন্ত পাঠক সমাজের কাছে উন্মোচিত হয়। তবে এই প্রদর্শনীটি থেকেও বন্যজগতের অনেক কিছুই জানা যাবে। ডঃ তন্ময় চৌধুরীর হাত ধরে এই ম্যাগাজিনের যাত্রা শুরু। যদিও তিনি এখন সবকিছুর সঙ্গে সম্পর্ক ছেদ করে পরলোক গমন করেছেন। তবে বর্তমানে ‘এখন আরণ্যক’-কে এগিয়ে নিয়ে চলেছেন তাঁর সঙ্গীরা। দেখুন ভিডিও
প্রদর্শনীটি দুপুর ৩টে থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকছে। শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব – অপূর্ব চক্রবর্তী, শীলাঞ্জন ভট্টাচার্য, সৌমেন্দ্র নাথ ঘোষ।