বঙ্গে শীতের পথে ফের চিন্তা, এ বার বাধা পশ্চিমী ঝঞ্ঝা!
দেশের সময় , কলকাতা : শুধু দক্ষিণবঙ্গ বা বাংলা নয়, গোটা দেশেরই দুয়ারে কড়া নাড়ছে শীত। উত্তুরে হাওয়া ঢুকতে বাধা নেই তেমন। রাজ্যজুড়ে তাই শনিবার থেকেই শীতের আমেজ। রবিবার কলকাতার তাপমাত্রা ২০-রও নিচে নেমে যায়। সোমবারও তাপমাত্রা মোটের ওপর কমই। এই আবহাওয়াই আগামী কয়েকদিন অর্থাৎ সপ্তাহজুড়ে থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এখন আর। আবহাওয়া শুষ্কই থাকবে। কুয়াশার দাপট থাকবে রাজ্যের প্রায় সর্বত্র।
এমন পরিস্থিতিতে সর্বনিম্ন তাপমাত্রা যে নিয়মিত কমতে থাকবে, সেটাই স্বাভাবিক। তবে একই সঙ্গে স্বাভাবিক দেশের উত্তর–পশ্চিম প্রান্তে পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি। আর তেমনটা হলেই নিয়মিত সর্বনিম্ন তাপমাত্রার পতনের এই প্যাটার্নে সাময়িক ছেদ পড়ার সম্ভাবনা থেকে যায়।
আবহবিদরা মনে করছেন, সপ্তাহের শেষ দিকে সেই সম্ভাবনা দেখা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতের উত্তর–পশ্চিম প্রান্তে। এ বছর নভেম্বর পড়ার পর থেকে একবারও পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়নি। সাধারণত এমন পরিস্থিতিতে উত্তর–পশ্চিম ভারতের আকাশ ঢাকা পড়ে হালকা মেঘে। মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়। এর প্রভাবে অনেকটা এলাকা জলীয় বাষ্পে ঢাকা পড়ে যায়। আর তাতেই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা চড়ে।
এই সপ্তাহের শেষ দিকে তেমনটাই হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, ‘পশ্চিমী ঝঞ্ঝা পেকে ওঠার একটা সম্ভাবনার পাশাপাশি একই সঙ্গে বঙ্গোপসাগরও নতুন করে একটা নিম্নচাপ তৈরির প্রবণতা দেখাতে শুরু করেছে। তবে শেষ পর্যন্ত নিম্নচাপ তৈরি হলে সেটা আন্দামানের কাছে তৈরি হবে। বাংলা প্রভাবিত হবে না।’
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণের জেলাগুলির থেকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও খানিকটা নেমেছে। যা আগামী কয়েকদিনে দক্ষিণের জেলাগুলির মতোই আরও ২-৩ ডিগ্রি নামতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে বইছে শিরশিরে হাওয়া। সূর্য ডুবে গেলেই তাপমাত্রা কমে যাচ্ছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে ভোরের দিকেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রাই কমবে। রাতের তাপমাত্রা আরও খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে, একবার কমে গেলে আগামী কয়েকদিন সেই তাপমাত্রাই বজায় থাকবে।
উত্তরবঙ্গের প্রায় সর্বত্র কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মালদা ও উত্তর দিনাজপুরে।
তাপমাত্রা কমছে ফলে রাজ্যের প্রায় সর্বত্র শীতের আমেজ। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ঠান্ডা হাওয়া দিচ্ছে ভোরে ও রাতের দিকে। এই দেখে শীত এসেছে মনে হলেও এখনই জাঁকিয়ে শীত নয়।
বাংলা প্রভাবিত না হলেও গত ১০ দিন ধরে যে ঠান্ডা এবং শুকনো বাতাসের প্রবাহ উত্তর–পশ্চিম ভারত দিয়ে ঢুকে সরাসরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেই প্রবাহ কিছুটা বাধার মুখে পড়তে পারে। তেমন হলে রাতের তাপমাত্রার পতন কিছুটা থমকে যেতে পারে। তবে, এটা নিতান্তই সাময়িক।
আলিপুর জানিয়েছে, মনোরম আবহাওয়া এখন থাকবে কিন্তু এই মাসেই জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। কনকনে ঠান্ডা পেতে গেলে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।