Krunal Ghosh অনুপ্রবেশ বন্ধ করার দায়িত্ব কার? এটা তো আত্মঘাতী গোল, অমিত শাহকে কটাক্ষ কুণালের : দেখুন ভিডিও

0
79
অর্পিতা বনিকদেশের সময়



রবিবার বনগাঁ সীমান্তে টার্মিনাল ট্রু ও মৈত্রী দ্বার উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন, তৃণমূলের মদতেই রাজ্যে বাড়ছে অনুপ্রবেশ। সেই সূত্রেই বাংলায় একের পর এক অশান্তির ঘটনা ঘটছে।
 
জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “অনুপ্রবেশের কথা অমিত শাহ বললেন, এটা তো আত্মঘাতী গোল!”

খানিক থেমে পাল্টা প্রশ্ন ছুড়েছেন তৃণমূল নেতা। “সীমান্ত কে পাহারা দেয়? কোন মন্ত্রকের অধীনে? তাঁর মন্ত্রীর নাম কী?” জবাবও দিয়েছেন কুণাল নিজেই, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি বলেন অনুপ্রবেশ বাড়ছে তাহলে তো এর ব্যর্থতা তাঁর এবং সীমান্তের দায়িত্বে থাকা বাহিনীর।” দেখুন ভিডিও

এদিন বনগাঁর সরকারি অনুষ্ঠান থেকে ২০২৬ সালে বাংলায় ফের পরিবর্তনের ডাকও দিয়েছেন অমিত। বলেছেন, “২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনুন। শান্তি-উন্নয়নের দায়িত্ব বিজেপির।” জবাবে শাহকে বাংলার ‘রাজনৈতিক পর্যটক’  বলে কটাক্ষ করে তাচ্ছিল্যের সুরে কুণাল বলেন, “সেই উনিশের লোকসভা নির্বাচন থেকে উনি বাংলায় বদলের ডাক দিচ্ছেন। মানুষ গুরুত্ব না দিলে কী বা করা যাবে! এভাবে দেখতে দেখতে একটা করে বছর উনি পিছিয়ে যাচ্ছেন!”

উন্নয়নের টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ করে এদিন অমিত শাহ দাবি করেছেন, বাংলাকে গত ১০ বছরে মোদী সরকার ২ লাখ ৯ হাজার কোটি টাকা দিয়েছে। জবাবে কুণাল বলেন, “মিথ্যে কথা না বলে সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। কেন্দ্রের কাছ থেকে বাংলার প্রাপ্য বকেয়ার পরিমাণ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকারও বেশি। ১০০ দিনের প্রকল্পে এক নয়া পয়সা দেয়নি। আবাসের টাকা অন্য রাজ্যকে দিলেও বাংলাকে বঞ্চিত করা হয়েছে।”

Previous articleAmit Shah: ‘২৬ এ বাংলায় পরিবর্তন আনুন, অনুপ্রবেশ রুখবে বিজেপি’, উপ নির্বাচনের মুখে পেট্টাপোলে অমিত শাহ : দেখুন ভিডিও
Next articleTheatre আমেরিকায় ৪০বছর ধরে নাট্যচর্চায় মগ্ন , ফার্মাসির অধ্যাপক দীপন রায়ের একান্ত সাক্ষাৎকার নিলেন দেশের সময় – এর প্রতিনিধি সঙ্গীতা চৌধুরী  দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here