Durga Puja 2024 ‘অমৃতের সন্ধানে’ বনগাঁর অভিযান সংঘ : দেখুন ভিডিও

0
131
অর্পিতা বনিক ,  দেশের সময়

বনগাঁ :  বাংলায় দুর্গা পুজোর  চিএটা অন্য রকম । আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার পরে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।ডেডলাইন শেষে, পুজোর মধ্যেই আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা ।  নাগরিক সমাজ পথে নেমে সরব হয়েছেন বহুবার। তার আঁচ এসে পড়েছে ইছামতীর শহর বনগাঁতেও।

আর জি কর-কাণ্ডের পরে পুজো উদ্যোক্তারা দোলাচলে ছিলেন, আয়োজনে কাটছাঁট হবে কিনা, সেই ভাবনা ঘুরপাক খাচ্ছিল। তবে পরে পুজোর তোড়জোড় শুরু হয়।

সব যন্ত্রণা বুকের মাঝে লুকিয়ে রেখেই ঘরের মেয়ে উমার আরাধনায় মেতে উঠেছে আট থেকে আশি।

পুলিশ-প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার বনগাঁ শহরে সব মিলিয়ে পুজো হচ্ছে ১০৩টি। বড় বাজেটের পুজোর সংখ্যা ২১টি। 

তার মধ্যে ৭৯ বর্ষে পদার্পণ করে অভিযান সঙ্ঘের পুজো এবছর বিশেষ দৃষ্টি আকর্ষন করেছে দৰ্শকদেরকে ।থিম  ‘অমৃতের সন্ধানে’ ! পরিবেশ সচেতনতার বার্তা দিতে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে সেজে উঠছে মন্ডপ। দেখুন ভিডিও

Previous articleDurga Puja 2024‘ আজ বিকালের ডাকে তোমার চিঠি পেলাম ….ইতি তোমার প্রিয়তমা ’! ২৫ বছর পর চিঠির টানে বনগাঁ স্পোর্টিং ক্লাবের ডাকঘরে হাজির দম্পতি : দেখুন ভিডিও
Next articleDurga Puja 2024 কুমোর  পাড়ার গরুর গাড়ির থিমে সেজে উঠছে ১২-র পল্লি স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপ : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here