Puja parikrama বনগাঁ পুলিশ জেলার দারুণ উদ‍্যোগ! শারণ্য আবাসনের প্রবীণ নাগরিকদেরকে নিয়ে পুজো পরিক্রমা ষষ্ঠীর দুপুরে : দেখুন ভিডিও

0
116
অর্পিতা বনিত ,  দেশের সময়

বনগাঁ : সারা বাংলায় শুরু হয়ে গিয়েছে উৎসব। দুর্গা পুজোয় মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। এবার পুজোতে ষষ্ঠীর দুপুরে গাড়িতে করে বনগাঁ শহরের গুরুত্বপূর্ণ পুজো পরিদর্শন করলেন বনগাঁ পুরসভা পরিচালিত ‘শারণ্য’ আবাসনের আবাসিকেরা ।

প্রবীণ এই নাগরিকদের সঙ্গে নিয়ে বনগাঁ পুলিশ জেলা বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেছে। “প্রণাম” প্রকল্পের আওতাভুক্ত ২৫ জন প্রবীণ নাগরিককে সঙ্গে নিয়ে শহরের পুজো ঘুরে দেখান বনগাঁ পুলিশ জেলার আধিকারিকরা। দেখুন ভিডিও

ফ্ল্যাগ অফ সেরেমনিতে এদিন আবাসনের ২৫ জন আবাসিকের হাতে গোলাপ ফুল, মিষ্টির প্যাকেট এবং উপহার তুলে দিলেন বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমার ।

এরপর তাদেরকে পুলিশের গাড়িতে করেই বনগাঁর বড় বাজেটের বেশ কিছু পুজো মন্ডপ ঘুরিয়ে দেখানো হয়। পুলিশের এই উদ্যোগে আপ্লুত আবাসিকেরা।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগেই বনগাঁ পুরসভার উদ্যোগে অসহায় বৃদ্ধ–বৃদ্ধাদের জন্য গড়ে তোলা হয়েছে ‘শারণ্য’ নামের একটি আবাসন। সেখানে পুরসভার উদ্যোগেই তাদেরকে থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়। পুরসভার পাশাপাশি মাঝেমধ্যেই ভিন্ন মানসিকতার মানুষেরা এই সব মানুষের পাশে এসে দাঁড়ান। 

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিনগুলিতেও যাতে ‘শারণ্য’ আবাসনের আবাসিকেরা ‌শামিল হতে পারেন, তার জন্য ‘‌প্রণাম’ নামের একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে তাদের পাশে দাঁড়ালো বনগাঁ পুলিশ জেলা।

এ ব্যাপারে পুলিশ সুপার দীনেশ কুমার জানান, ‘দুর্গাপুজোর দিনগুলিতে এইসব মানুষেরাও যাতে পুজোর আনন্দে শামিল হতে পারেন, তার জন্যই জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর পাঁচ জন সাধারণ মানুষের মতো তাদের জীবনও যেন আনন্দে ভরে ওঠে এই কামনা করি।’

পুলিশের এই প্রকল্পের কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে শহরের বিভিন্ন স্থানে। প্রতিবছরের ন‍্যায় এবছর তাঁরা প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে এই ব‍্যবস্থা করেছে।

Previous articleDurga puja2024ষষ্ঠীর সন্ধ্যায় ‘অসুর’রূপী ঝড়ের তাণ্ডব, রাস্তায় ভেঙে পড়ল আলোর তোরণ : দেখুন ভিডিও
Next articleRatan Tata Deathপ্রয়াত শিল্পপতি রতন টাটা, শিল্পজগতে একটা যুগের অবসান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here