জলপাইগুড়ি , দেশের সময় : এগিয়ে আসছে শারদীয়া উৎসব, এরই সঙ্গে চলছে তিলোত্তমার বিচার চেয়ে নিত্য দিনের নানান কর্মসূচি। দেখুন ভিডিও
এমন আবহে নিরাপত্তায় বাড়তি নজর জেলা জুড়ে শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন।
তারই অঙ্গ হিসেবে বৃহষ্পতিবার গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় চলে নাকা চেকিং, সহ পুলিশের মহিলা বাহিনী উইনীয়ার্স দলের টহল।
এই প্রসঙ্গে জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় জানান, শহরের মূল কেন্দ্র গুলোর পাশাপাশি বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। – জলপাইগুড়ি দেশের সময়