Weather update বাংলায় চলবে বৃষ্টি,দুর্ভোগ আর কত দিন?

0
92
হীয়া রায় দেশের সময়

কলকাতা: জুন, জুলাইয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপক ঘাটতি ছিল। আগস্টের শুরুতেই আবহাওয়ার বড় বদল। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে একটানা মুষলধারে বৃষ্টি। বর্ষার ঝোড়ো ব্যাটিং চলছে বাংলা জুড়ে ।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটানা মুষলধারে বৃষ্টির জেরে নিম্নমুখী তাপমাত্রার পারদ। স্বস্তি ফিরলেও, বৃষ্টি থেকে এখনই রেহাই পাওয়া যাবে না। আরও সাতদিন বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের উপর দিয়ে যাওয়া একটি মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয়। মূলত তার জেরেই চলবে বৃষ্টি। হাওয়া অফিস আগে জানিয়েছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে যা ৩.১ কিলোমিটার উঁচুতে বিস্তৃত। তবে ঘূর্ণাবর্তটি ক্রমশ বাংলাদ‌েশের দিকে সরে যাচ্ছে। আগের তুলনায় সেটি দুর্বলও হয়েছে। বর্ষার মরসুমে এমনিতেই বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। ঘূর্ণাবর্তের কারণে সেই বৃষ্টি আরও বেড়েছিল।

শুক্রবার সারা দিনে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় চার ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের নিরিখে প্রায় স্বাভাবিক।

শুক্রবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর। কোচবিহারে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সোমবার থেকে এই জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

Previous articleNew Web Series: ‘কাঁটায় কাঁটায়’ রহস্য এবার ওয়েবের পর্দায়, মুখ্যভূমিকায় শাশ্বত, সোহম
Next articleকেরলের বন্যা দুর্গত এলাকায় মৃতের সংখ্যা বেড়ে ৩০০ পার! বিপর্যস্ত ওয়ানাড়ে  উদ্ধার ও সেবা কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here