Train problem বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা,অফিস টাইমে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

0
84

অর্পিতা বনিক: সকাল থেকেই থিকথিকে ভিড় বনগাঁ স্টেশনে। দেখা নেই ট্রেনের। জানা গিয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সকাল ১০টা পর্যন্তও ট্রেন পরিষেবা চালু হয়নি। স্টেশন ও ট্রেনে বসে রয়েছেন যাত্রীরা। কখন পরিষেবা চালু হবে, তা এখনও জানা যায়নি।

বৃষ্টির দোসর ভোগান্তি। বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে বিপাকে প়ড়তে হল বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেনযাত্রীদের। সকাল থেকেই শিয়ালদহ ডিভিশনের এই শাখায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। বনগাঁ স্টেশন থেকে সকাল সাড়ে ৭টার পর আর কোনও ট্রেন শিয়ালদহের উদ্দেশে রওনা দেয়নি। রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার জন্যই এই বিপত্তি। দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।

সাড়ে ৭টার পর ডাউন লাইনে কোনও লোকাল ট্রেন না যাওয়ায় কলকাতায় কাজের প্রয়োজনে বেরনো যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন। তাঁদেরই এক জনের কথায়, “সকাল ১০টা অফিস ঢুকতে হবে। ট্রেনে বসেই ৯টা বেজে গেল। জানি না সময়ে গন্তব্যে পৌঁছতে পারব কি না।” নিত্যযাত্রী শাওলী সেন বলেন, “সাড়ে ৭টার পর কোনও ট্রেন নেই। বনগাঁতেই দাঁড়িয়ে আছি। রেলের তরফে শুধু জানানো হয়েছে, সিগন্যালিংয়ের সমস্যা। জানি না কখন ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে।”

Previous articleWayanad Landslides ২৭৬ দেহ উদ্ধার তিনদিনে! ধ্বংসস্তূপে খোঁজ চলছে প্রাণের ,ওয়েনাডে এখনও নিখোঁজ বহু
Next articleBangladeshবাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে এবার রাস্তায় সংস্কৃতিকর্মীরা, বৃষ্টিস্নাত দিনে উচ্চারিত হলো নৃশংসতার বিচারের দাবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here