রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর তরফে শনিবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট (ডিএমএস), কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য শূন্যপদগুলিতে লোক নেওয়া হবে।
মোট শূন্যপদের সংখ্যা ৭ হাজার ৯৫১টি। ৩০ জুলাই থেকে ২৯ অগস্টের মধ্যে সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করা যাবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: অনলাইন আবেদন জমা দেওয়ার পরে কোনও বিবরণ আরও সংশোধন, পরিবর্তন করতে চাইলে ৩০ অগস্ট থেকে ০৮ সেপ্টেম্বরের মধ্যে তা করা যাবে। প্রতিটি সংশোধনের জন্য প্রার্থীকে অতিরিক্ত ২৫০ টাকা (অফেরতযোগ্য) দিতে হবে।
বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে কেমিক্যাল সুপারভাইজার / রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার / রিসার্চ পদে বেতন ৪৪ হাজার ৯০০ টাকা।
জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, এবং কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ৩৫,৪০০ টাকা।
সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা দিয়ে আবেদন করতে হবে। তবে পরে ৪০০ টাকা ফেরৎ পাবেন। এসসি, এসটি, প্রাক্তন সৈনিক, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্গত প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা। পরে যার পুরোটাই ফেরত দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল।