Manna Dey Bengali song কিংবদন্তী সংগীত শিল্পী মান্না দে’র গানকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখতে ৫০ বছর ধরে গান গেয়ে চলেছেন বনগাঁর রবি: দেখুন ভিডিও

0
159
অর্পিতা বনিক দেশের সময়

বাংলা সিনেমার তো বটেই, এক সময় গোটা দেশ মন্ত্রমুগ্ধথাকত তাঁর কণ্ঠে। আজও তার রেশ বিন্দুমাত্র কমেনি। ২০১৩ সালে প্রয়াত হয়েছেন প্রবোধ চন্দ্র দে। গানের দুনিয়া যাঁকে সকলে চেনেন মান্না দে হিসাবে।
১ মে দিন টি শিল্পীর জন্মবার্ষিকী হলেও এখন প্রায় সারা বছরই শিল্পী কে স্মরণ করেন তাঁর অনুরাগীরা ।
মান্না বাবুর এমনই এক অনুরাগী উত্তর ২৪পরগনার বনগাঁর বাসিন্দা রবিন্দ্রনাথ বিশ্বাস ওরফে (রবি দা) ।দেখুন ভিডিও

১ মে ছিল কিংবদন্তী শিল্পী মান্না দের জন্মদিন । প্রয়াত শিল্পীর গাওয়া অন্যতম হিট গান
ও কেন এত সুন্দরী হলো …
আমি যামিনী তুমি শশী হে।
যদি কাগজে লেখ নাম।
বাজে গো বিনা।
এই এতো আলো এতো আকাশ এক লহমায় গেয়ে ৫০ বছর ধরে তাঁর গান মানুষের মনে বাঁচিয়ে রাখতে  তাঁর অনুরাগী পেশায় স্কুল শিক্ষক বনগাঁর রবীন্দ্রনাথ বিশ্বাস ওরফে রবি দা আজও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

Previous articleCyclone Remal Forecast বঙ্গোপসাগরে জন্ম নিল ‘রেমাল’, পূর্বাভাস মিলিয়ে দুয়ারে ঘূর্ণিঝড়
Next articleDesher Samay epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here