Election: পঞ্চম দফার নির্বাচনে বাংলায় ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

0
154
সৃজিতা শীল কলকাতা

দেশের সময়  ২০ মে দেশজুড়ে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। বাংলায় মোট সাতটি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। ভোট হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে। মোতায়েন করা হয়েছে মোট ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকছে ২৫৫১৪ জন রাজ্য পুলিশ।

নির্বাচন কমিশন জানিয়েছে, বনগাঁ ১৫, ব্যারাকপুর ১৪, হাওড়া ১৪, উলুবেড়িয়া ১২, শ্রীরামপুর ১১, হুগলী ১২ জন এবং আরামবাগে ১০ জন প্রার্থী মোট ৮৮ জন প্রার্থী রয়েছেন। সাতটি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ৭৭১১টি ক্রিটিক্যাল পোলিং স্টেশন থাকছে। সুষ্ঠু ভাবে যাতে রাজ্যে নির্বাচন করা যায় সে কারণে ইতিমধ্যেই বৈঠক করেছে নির্বাচন কমিশন।

Previous articleLok Sabha Election 2024: ‘বিরোধীরা ক্ষমতা পেলে রাম মন্দিরে বুলডোজার চলবে’: মোদী
Next articleSweets চোখের দেখা নয়, চেখে দেখার জন্য তৈরি দলীয় প্রতীক আঁকা মিষ্টি কিনতে অশোক নগরে ভিড়! ভোটের হাওয়া কোন দিকে, জানালেন বিক্রেতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here