দেশের সময় কলকাতা:অক্ষরে অক্ষরে পূর্বাভাস মিলিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই জেলায় জেলায় শুরু বৃষ্টি। সন্ধেয় স্বস্তির বৃষ্টি কলকাতা ও শহরতলিতেও। সল্টলেক, বাগুইআটি, নিউটাউন ও বিমানবন্দর চত্বরে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের সর্বশেষ আপডেট বলছে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আকাশে মেঘ রয়েছে। দেখুন ভিডিও
সোমবার সকাল থেকেই আজ আকাশ মেঘলা ছিল। দিনভর গুমোট গরম ভুগিয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতাও ছিল বেশি। সন্ধে নামতেই ঠান্ডা-গরম বাতাসের ঠেলাঠেলিতে বৃষ্টি নামল শহরে।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত আজ বিকেলের ওয়েদার বুলেটিনেই বলছিলেন, সন্ধের মধ্যে ঝড়বৃষ্টির আসার সম্ভাবনা আছে। আগামী ৪৮ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গেই।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঝাড়খণ্ডে। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে। এর ফল প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই বৃষ্টি হবে। তাপপ্রবাহ থেকে আপাতত মুক্তি পাবে শহরবাসী।
পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা – দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সতর্কতা জারি হয়েছে। সমুদ্রে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের মঙ্গলবার অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে I
মঙ্গলবার ১১ জেলাতে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে।
জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে আজ বিকেলের পর ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহভর বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে।