Ramkrishna Mission President : রামকৃষ্ণ মিশনের নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ

0
212

দেশের সময় কলকাতা :রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ নির্বাচিত করা হল। নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর তাঁকে নতুন অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হল।

স্বামী গৌতমানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন সপ্তদশ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যতদিন না পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত হচ্ছেন, ততদিন পর্যন্ত সমস্ত কাজকর্ম পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব নিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তিকালীন সংগঠক হিসাবে কাজ পরিচালনা করবেন তিনি।

রামকৃষ্ণ মিশন সূত্রে খবর, স্বামী গৌতমানন্দজি ১৯৫১ সালে রামকৃষ্ণ আন্দোলনে যোগদান করেন এবং স্বামী রঙ্গনাথানন্দজির অধীনে তার প্রাথমিক আধ্যাত্মিক প্রশিক্ষণ লাভ করেন এবং ১৯৬৬ সালে আদেশের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি কর্তৃক সন্ন্যাসী হিসেবে নিযুক্ত হন।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ প্রয়াত হয়েছিলেন। জানা যায়, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ৮টা ১৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ২৯ জানুয়ারি থেকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ মহারাজ। এর আগে স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে ২০১৭ সালের ১৭ জুলাই অধ্যক্ষ হিসাবে তাঁর হাতে রামকৃষ্ণ মঠ ও মিশনের দায়িত্ব তুলে দেওয়া হয়। গত ২৯ জানুয়ারি মূত্রনালিতে সংক্রমণের কারণে তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়েছিল।

এরপর থেকেই দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ২৬ মার্চ তাঁর মহা প্রয়াণ ঘটে। তাঁর প্রয়াণের পর রামকৃষ্ণ মঠ এবং মিশনের দায়িত্ব সামলানোর জন্য আপাতত অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ নির্বাচন করা হল মিশনের তরফে। অছি পরিষদ আপাতত তাঁকে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করল। যতদিন না পর্যন্ত স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত করা হচ্ছে, ততদিন তাঁকে অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ দায়িত্ব সামলাতে হবে।

Previous articleGobardanga news ট্রেন লাইনে গিয়ে শুয়ে পড়েন যুবক ,এই দৃশ্য দেখে রীতিমতো চমকে ওঠেন যাত্রীরা! তারপর …
Next articleBasanta utsav বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের উদ্যোগে চৈত্রে বসন্ত উৎসব দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here