অর্পিতা দে, দেশের সময়:
সুপার সাইক্লোন ফনির আছড়ে পড়ার সম্ভবনা যতই প্রবল হয়েছে ততই আশংকা বাড়ছে ক্ষয়ক্ষতির৷সেই ক্ষয়ক্ষতির সম্ভবনার কথা মাথায় রেখেই ভারতের দক্ষিণ পূর্ব শাখার প্রায় একশোটি ট্রেন বাতিল করলো রেল৷
উড়িষ্যার ১৯ টি জেলা সহ, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা; রেলের সূত্রে জানানো হয়েছে বাতিল করা ট্রেনের সমস্ত টাকাই ফেরত দেয়া হবে যাত্রীদের এই তিনদিনের মধ্যে৷ যেসমস্ত ট্রেন বাতিল হয়েছে তারমধ্যে রয়েছে হাওড়া- সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, পাটনা এড়ানকুলাম এক্সপ্রেস, নিউ দিল্লী ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, হাওড়া হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ভুবনেশ্বর রামেশ্বরম এক্সপ্রেস ৷ন্যাশনাল টার্ন্সপোর্ট থেকেও বলা হয়েছে , বাতিল হয় ট্রেনের প্রতিটা স্টেশনে যেন যাত্রীদের সুবিধার্তে প্রতিনিয়ত তা জানানো হতে থাকে এবং পর্যাপ্ত পরিমানে শুকনো খাবার ও জলের ব্যবস্থা থাকে ৷
বড় স্টেশনগুলোতে যাত্রীদের ভাড়া ফেরত দেয়ার জন্য পর্যাপ্ত পরিমানে নগদ টাকা রাখারও নির্দেশ দেয়া হয়েছে রেলের তরফ থেকে৷ রেলের এমারজেন্সি কন্ট্রোলরুমের ২৪ ঘন্টা হেল্পলাইন নাম্বার চালু রাখার নির্দেশ জারি করা হয়েছে এবং সমস্ত ছুটি বাতিল করা হয়েছে আগামী তিনদিনের ৷
আগামী শুক্রবার ভোরেই ফনির আছড়ে পড়ার কথা উড়িষ্যার পুরীর দক্ষিণ ভাগে, সেইমতো সমস্ত পর্যটকদের হোটেল খালি করে পুরী ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং হোটেলগুলিকেও এইমুহূর্তে বুকিং বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে৷