দেশের সময় ওয়েবডেস্কঃ লালকৃষ্ণ আদবাণীকে কেন্দ্রের সম্মান। ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আদবাণী। বিজেপির প্রবীণ নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হবে। লালকৃষ্ণ আডবাণীকে ভারত রত্ন সম্মানে সম্মানিত করার কথা শনিবার সকালে টুইট করে দেশকে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
I am very happy to share that Shri LK Advani Ji will be conferred the Bharat Ratna. I also spoke to him and congratulated him on being conferred this honour. One of the most respected statesmen of our times, his contribution to the development of India is monumental. His is a… pic.twitter.com/Ya78qjJbPK
— Narendra Modi (@narendramodi) February 3, 2024
কেন্দ্রে নরেন্দ্র মোদী জমানায় ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন বিজেপির বর্ষীয়াণ নেতা লালকৃষ্ণ আডবাণী। রাম রথ যাত্রা করে বিজেপিকে মহীরূহে পরিণত করার কাণ্ডারি ছিলেন যিনি, তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মাগর্দশক মণ্ডলীতে। শেষমেশ গুরুদক্ষিণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লোকসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা কেন্দ্রের। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করা হল। এ দিন প্রধানমন্ত্রী মোদী নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানান। তিনি জানান, লালকৃ্ষ্ণ আদবাণীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি ফোনেই অভিনন্দন জানিয়েছেন প্রবীণ নেতাকে।
প্রধানমন্ত্রী পোস্টে লেখেন, “আদবাণীজি আমাদের সময়ের অন্যতম সম্মানীয় ব্যক্তি, দেশের উন্নয়নের জন্য যার অশেষ অবদান রয়েছে। তিনি একদম নীচু স্তর থেকে কাজ শুরু করেছিলেন, সেখান থেকে দেশের উপ-প্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করেছিলেন। তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রীও ছিলেন। তাঁর সংসদীয় পদক্ষেপগুলিও বরাবরই অনুকরণীয় ও সমৃদ্ধ ছিল।”
এর আগে ২০১৫ সালে অটল বিহারী বাজপেয়ীকে ভারত রত্ন সম্মানে সম্মানিত করেছিল নরেন্দ্র মোদী সরকার। বাজপেয়ী অবশ্য ততদিনে চলশক্তি হারিয়েছিলেন। ৬ এ কৃষ্ণ মেনন মার্গে তাঁর সরকারি বাসভবনে গিয়ে বাজপেয়ীকে ভারত রত্ন সম্মান দিয়ে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।