মেয়ের জন্মদিনে বাড়িতে রক্তদান শিবির ঃদেবস্মিতা মন্ডল, হাবড়াঃদেশের সময়-

0
916

মেয়ের জন্মদিনে বাড়িতে রক্তদান শিবির ঃদেবস্মিতা মন্ডল, হাবড়া- এ এক অন্য ধরনের জন্মদিন পালিত হলো চক্রবর্তী পরিবারে, উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ হাবড়ার বাসিন্দা পেশায় আইনজীবি অভিজিৎ চক্রবর্তীর কন্যা অভিনন্দার বয়স পাঁচ বছর, পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত নেন এ বছর অন্য রকম ভাবে তাদের মেয়ের জন্মদিন পালন করবেন সেই মতো ঠিক করেন একদিকে তারা রক্তদান শিবির করে পরিবারের সকলে রক্তদান করবেন এবং অনাথ বাচ্চাদের জামা দান করবেন। যাকে নিয়ে অনুষ্টান সেই ছোট্ট অভিনন্দা চক্রবর্তীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। চক্রবর্তী পরিবারের আমন্ত্রনে কলকাতা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে একটি দল রক্ত সংগ্রহ করতে আসেন। দিনের শেষে ৩৫ প্যাকেট রক্ত সংগ্রহ করেন। সন্ধ্যায় ২৫ জন অনাথ বাচ্চার হাতে নতুন জামা তুলে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। পুজো মরসুমে রক্তের ঘাটতি মেটাতে মেয়ের জন্মদিনে রক্ত দানের মতো সেবামূলক কাজকে অনেকে প্রশংসা করেছেন। রক্তদাতা অনুপ দাস জানান আগে অনেকবার রক্ত দিয়েছি কিন্ত আজ রক্তদানের অনুভুতিটাই আলাদা। অভিজিৎ চক্রবর্তী ও অনন্যা চক্রবর্তী বলেন মেয়ের জন্মদিনে এই ধরনের একটা অনুষ্টান করতে পেরে সত্যিই ভালে লাগছে।-দেশের সময়ঃ

Previous articleতিতলি’র দাপটে,ব্যাহত রেল চলাচল, অব্যাহত দুর্যোগঃ
Next articleতিতলি’র দাপটে মৃত ৮ :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here