CPM: শঙ্কর আঢ্যর শাস্তি ও শেখ সাহাজানের গ্রেফতারের দাবিতে সিপিএমের মিছিল বনগাঁয়

0
193

দেশের সময়, ‌বনগাঁ পুরসভার প্রাক্তন প্রধান শঙ্কর আঢ্য ইডির হাতে গ্রেপ্তার হতেই প্রতিবাদে পথে নামতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। বুধবার প্রতিবাদে সামিল হল বনগাঁ শহর সিপিএম নেতৃত্ব।

একদিকে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হওয়ার ঘটনা, অন্যদিকে শঙ্কর আঢ্য গ্রেপ্তারের ঘটনার পর থেকে আলোচনার শিরোনামে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। আদালতে ইডির পেশ করা তথ্য অনুযায়ী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার থেকে শুরু করে বনগাঁয় একাধিক সম্পত্তির অনিয়মের লেনদেনের কথা আরও বেশি করে প্রকাশ্যে আসতে শুরু করেছে ৷

নিজেদের দাবির সমর্থনে বুধবার বিকেলে সিপিএমের বনগাঁ শহর লোকাল কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। সেই মিছিলে সিপিএমের প্রবীন নেতা পঙ্কজ ঘোষ, সংগঠনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সত্যসেবী কর সহ দলীয় নেতা, কর্মীরা উপস্থিত ছিলেন।

শঙ্কর আঢ্যর শাস্তি ও শেখ সাহাজানের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সম্মেলন করে এদিন মিছিল করল সিপিএমের বনগাঁ শহর লোকাল কমিটির পক্ষ থেকে ৷

মিছিলের আগে বুধবার সাংবাদিক সম্মেলন করে সিপিএমের শাখা সংগঠন। সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক মন্ডলীর সদস্য সত্যসেবি কর বলেন মানুষ সব বুঝতে পারছে। তদন্ত আরো গভীরে গিয়ে হোক। এখানে থেমে থাকলে হবে না শঙ্কর আঢ্য, জ্যোতিপ্রিয়র মাথা কে ধরতে হবে। তিনি আরও বলেন বনগাঁ থানার অদুরে পুলিশের সামনেই শংকর আঢ্য জলা জমি ভরাট করে অত্যাধুনিক ক্যাফে তৈরি করে ৯৯৯ বছরের লিজ নিয়েছেন ৷ এটা কি করে সম্ভব ? এখনকার পৌরসভা তার বিরুদ্ধেই বা কি ব্যবস্থা নিয়েছে ? প্রশ্ন তোলেন তিনি।

Previous articleRation Distribution Case : বালুর চিঠিতে তাঁর নাম প্রসঙ্গে মুখ খুললেন বনগাঁর শঙ্কর আঢ্য
Next articleWeather Update: মতি ফিরছে আবহাওয়ার,আগামী ২৪ ঘণ্টায় বাড়বে ঠান্ডার আমেজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here