Bongaon News: গোপালের হাত ধরে নতুন বছরে বনগাঁয় ফিরল পপি, ডালিয়া, চন্দ্রমল্লিকারা: দেখুন ভিডিও

0
240

দেশের সময়: পুষ্প প্রদর্শনীর জন্য মন খারাপ হতো বনগাঁবাসীর ৷সে কথা বুঝতে পেরেছিলেন গোপাল বাবু, তাই চিরাচরিত ঐতিহ্য মেনে নতুন বছরের প্রথম দিন বনগাঁয় ফের শুরু হল পুষ্প প্রদর্শনীর সঙ্গে মাতৃ উৎসব৷ দেখুন ভিডিও

বনগাঁ পুরসভা আয়োজিত এই পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে টাউনহল ময়দানে। সোমবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরপ্রধান গোপাল শেঠ ৷ গোপাল বাবুর আশা, এই অস্থির সময়ে ফুল মানুষকে সংকীর্ণতার উপরে উঠতে সাহায্য করবে। ফুলের মেলার পাশাপাশি এখানে থাকছে পুতুলনাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই ফুলের মেলা এ বার প্রথম হলেও চিরাচরিত ঐতিহ্যে নতুন নয় ৷

পুরসভার সদস্য শুভেন্দু মন্ডল বলেন, কুসুমীকা পরিচালিত পুষ্পপ্রদর্শনীটি দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে যায় এই শহরে, ফলে মন খারাপ ছিল ফুলপ্রেমীদের৷ বনগাঁবাসীর দাবি ছিল আবার ফিরে আসুক পুষ্প প্রদর্শনী৷ সাধারণ মানুষের কথা ভেবেই পুর প্রধান তাঁর নিজের উদ্যোগে পুরসভার সহযোগিতায় পুস্প প্রদর্শনী চালুকরলেন ৷ এটি চলবে ৩ জানুয়ারি পর্যন্ত ৷ ১ জানুয়ারি উদ্বোধনের দিন রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা দেওয়া হয় ৷

ফ্লাওয়ার লাভার বিনয় সিংহ বলেন, গোপাল বাবুর হাত ধরে নতুন বছরে বনগাঁয় ফিরল পপি, ডালিয়া, চন্দ্রমল্লিকারা এই শহরের চিরাচরিত ঐতিহ্য পুষ্প প্রদর্শনীকে ফের ফিরিয়ে দেওয়ার জন্য চেয়ারম্যান এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই৷

Previous articleKalpataru utsav: রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বনগাঁ শাখায় মহাসমারোহে পালিত হল কল্পতরু দিবস
Next articleMamata Banerjee: কুরিয়রে মমতার কাছে কেক!কিসের বার্তা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here