BEAUTY CONTEST 2023: প্রতিভা তুলে ধরতে বনগাঁয় নিভা-র উদ্যোগে “বঙ্গসুন্দরী ” ফ্যাশন- শো ও বিউটি কনটেস্ট অডিশনের দ্বিতীয় দিনে ১০০ ছাড়াল প্রতিযোগির সংখ্যা : দেখুন ভিডিও

0
508
অর্পিতা বনিক, দেশের সময়

প্রতিভা তুলে ধরতে বনগাঁয় নিভা-র উদ্যোগে “বঙ্গসুন্দরী ” ফ্যাশন- শো ও বিউটি কনটেস্ট অডিশনের দ্বিতীয় দিনে প্রতিযোগীদেরকে কী টিপস দিলেন দুই বিচারক জীৎ গণ ও মধুবন্তী: পডুন :

নতুন পোশাক আর নতুন সাজ, কখনো র‍্যাম্পে তো কখনো ক্যামেরার সামনে, প্রতিদিনই যেন নিজেকে নতুন রূপে পাওয়া। ম্যাগাজিনের পাতায়, টেলিভিশনের পর্দায় কিংবা রাস্তার ধারের বড় বড় বিলবোর্ডে শোভা পায় মডেলদের ছবি। শোবিজ দুনিয়ার ঝলমলে এই স্বপ্নের জগৎ নিয়ে কমবেশি সবারই আগ্রহ আছে। অনেকেরই মনে এই সুপ্ত ইচ্ছা থেকে থাকে, সেই ইচ্ছা পূরণের সুযোগ করে দিল সীমান্ত শহর বনগাঁর প্রতিষ্ঠান টেলার্স নিভা ৷

মডেল হতে চান, কিন্তু কীভাবে শুরু করবেন? গ্ল্যামার অঙ্গনে পা রাখতে চাওয়া আপনার মনের খুব সাধারণ প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার নতুন ঠিকানা হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর টেলার্স নিভার উদ্যোগে “বঙ্গসুন্দরী ” ফ্যাশন শো ও বিউটি কনটেস্টের মঞ্চ ৷ দেখুন ভিডিও

শনিবার থেকে শুরু হয়েছে “বঙ্গসুন্দরী ” ফ্যাশন শো ও বিউটি কনটেস্ট অডিশন ৷ রবিবার ছিল অডিশনের দ্বিতীয় দিন ৷ এদিন অফ লাইন ও অনলাইনে মোট ১০৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন ৷ অডিশনের পরে দুজন বিচারক জীৎ গণ ও মধুবন্তী দাস প্রত্যেক প্রতিযোগীকে অডিশনের মঞ্চেই দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ দেন ৷

বিচারকদের কথায়’ যোগ্যতা কি শুধুই সৌন্দর্য?
শুধু দেখতে সুন্দর হলেই মডেল হওয়া যাবে, এ ধারণাকে ভুল মনে করেন বিচারক মধুবন্তী তিনি বলেন, ‘হ্যাঁ, সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে মডেল হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে জ্ঞানী ও গুণী হতে হবে। নিজের কাজের জায়গা সম্পর্কে ধারণা থাকতে হবে। কোথায় কাজ করছেন, কী কাজ করছেন এবং কাদের সঙ্গে কাজ করছেন—এসব বিষয়ে জানতে ও বুঝতে হবে। তাই এই পেশায় আসতে হলে শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন হওয়া বেশ জরুরি।

জীৎ গণে-র কথায়,‘একজন ফ্যাশন মডেলকে বাহ্যিকভাবে হতে হবে পরিপাটি। সে ক্ষেত্রে শরীরের ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া, ক্যামেরা ও ক্যামেরার বাইরে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হতে হবে। মডেলিং শুরুর আগে গ্রুমিং বা প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে নিতে পারেন। এটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। এ ছাড়া, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার মনোভাব থাকতে হবে। ধীর-স্থির হতে হবে এবং অবশ্যই সময়নিষ্ঠ হতে হবে।’ প্রথম দিনের অডিশনের ভিডিও দেখুন :

ফ্যাশন মডেলদের জন্য স্বপ্নের মঞ্চ হলো র‍্যাম্প। কিন্তু, এমনটি ভাবা একেবারেই ঠিক নয় যে শুধু র‍্যাম্পে হাঁটলেই মডেল হওয়া যায়, বলেন মধুবন্তী। তবে নিজেকে মডেল হিসেবে তুলে ধরার জন্য র‍্যাম্পের চেয়ে ভালো কিছুই হতে পারে না।

ব্যাপারটি বুঝিয়ে বলেন জীৎ গণ, র‍্যাম্প শোগুলোয় মডেলরা অন্য নানা ব্র্যান্ডের নজরে আসেন এবং পরবর্তী সময়ে কাজ পাওয়ার সুযোগ বাড়ে।

পুরোদস্তুর র‍্যাম্প মডেল হতে না চাইলেও রয়েছে অন্য অনেক পন্থা। তবে সে জন্য আগেই ভেবেচিন্তে ঠিক করতে হবে, আপনি কোন ধরনের মডেল হতে চান। অনেকে শুধু ম্যাগাজিনের পাতার জন্য ছবি তোলেন, কেউ শুধু হাত বা পায়ের মডেলিং করেন, কেউ বা করেন চুলের।

আজকাল কিশোর–কিশোরীদের নিয়ে নানা সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। ‘বিষয়টি খারাপ না’, বলেন মধুবন্তী তবে যেকোনো পেশায় আসার আগে প্রাপ্ত বয়স হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর মডেলিং এমন একটি জায়গা, যেখানে কাজ করতে চাইলে অনেক ধৈর্য থাকা চাই। তাই একটি নির্দিষ্ট বয়স পেরোনোর পাশাপাশি যা করতে চান, সে বিষয়ে পড়াশোনা করতে হবে।

আমাদের দেশে মডেলিং এজেন্সি বা সংস্থাভিত্তিক কাজের সুযোগ কম হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে মডেলদের ফ্রিল্যান্স কাজ করতে হয়। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ ছাড়া পোশাক ও পণ্যের ফটোশুট, ভিডিও শুট, ফ্যাশন শো, টিভি শো ইত্যাদি নানা সৃজনশীল কাজের মাধ্যমে আয় করেন মডেলরা।

পোর্টফোলিও হচ্ছে একজন মডেলের সিভি। নানা ভঙ্গিমায় ছবিসহ এতে থাকতে হবে নানা তথ্যও। যেমন উচ্চতা, পোশাকের মাপ, চুল ও চোখের রং, পূর্ব অভিজ্ঞতা ইত্যাদি। মডেলিং শুরু করতে চাইলে অবশই একটি পোর্টফোলিও তৈরি করতে হবে, বলেন জীৎ গণ।

মডেলিং করতে চাইলে যাঁরা এই পেশায় আছেন এবং ফ্যাশন, ব্র্যান্ড ইত্যাদি নিয়ে কাজ করছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে আজকাল যা সহজেই করা সম্ভব, বলেন জীৎ। আর প্রাথমিকভাবে নিজেকে তুলে ধরতে চাইলে বিউটি কনটেস্ট হতে পারে খুব ভালো সুযোগ, নিজ অভিজ্ঞতা থেকে বলেন মধুবন্তী। সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ড আপনাকে সহজেই নিজেদের পণ্যের মডেল হিসেবে বেছে নিতে পারবে।

ভারতের মডেলরা আজকাল কোনো দিক থেকেই পিছিয়ে নেই। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ব্র্যান্ড, ননব্র্যান্ড, র‍্যাম্প, ম্যাগাজিন এমনকি দেশের বাইরে ভারতীয় মডেলরা কাজ করছেন। মধুবন্তী বলেন, ‘অনেক প্রাক্তন মডেল এখন মডেলিং ছাড়াও ফ্যাশন, গ্রুমিং, ডিজাইনিংসহ নানা কিছুতে কাজ করছেন।

অভিনয় করছেন অনেকে। তাই ভবিষ্যতের বিষয়টি আসলে সম্পূর্ণ নিজের হাতে।’ এ বিষয়ে জীৎ বলেন, যেহেতু সুযোগ আছে, সেহেতু আগ্রহ থাকলে এগিয়ে যাওয়া সম্ভব। তবে, সব কর্মক্ষেত্রেই টিকে থাকার লড়াই করতে না জানলে এ পথে না এগোনোই ভালো, বলেন জীৎ। নতুনদের নতুন কিছু নিয়ে আসার পরামর্শ দিলেন তিনি। বলেন, পরিশ্রম করতে জানলে এই পেশার বর্তমান ও ভবিষ্যৎ দুটোই খুব সুন্দর।

Previous articleToxic elements in Rice and wheat : ভাত-রুটিতেও ‘বিষ’? হতে পারে ক্যানসার-হার্ট অ্যাটাক, চাঞ্চল্যকর রিপোর্ট বাঙালি বিজ্ঞানীদের: দেখুন ভিডিও
Next articleDawood Ibrahim: বিষ খাইয়ে মারার চেষ্টা দাউদকে ?আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করাচির হাসপাতালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here