অর্পিতা বনিক , বনগাঁ: দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র শ্রীগণেশ। শ্রীগণেশ সিদ্ধিদাতা। সব কর্মের সিদ্ধিদাতা অর্থাৎ, সাফল্য প্রদানকারী দেবতা। হিন্দু শাস্ত্রমতে সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধিদাতা।গণেশকে নতুন সূচনার দেবতা এবং প্রতিবন্ধকতা দূরীকরণের পাশাপাশি জ্ঞান ও বুদ্ধিমত্তার দেবতা হিসেবে উদযাপন করা হয়ে থাকে।
গণেশ চতুর্থী হল একটি উল্লেখযোগ্য হিন্দু উৎসব যার মাধ্যমে ভগবান গণেশের পুজো করা হয়। এই উৎসবটি সারা দেশে ধুমধামের সঙ্গে উদযাপিত হয়। গণেশের উপাসনার জন্য এটি একটি শুভ দিন হিসাবে বিবেচিত হয়।
করনাকালে অতিমারির জন্য অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন ব্যবসায়ীরা সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকেই ৷ তবে এ বছর সকলের মঙ্গল কামনায় এবং ব্যবসার প্রসার বৃদ্ধির লক্ষ্যে আড়ম্বরের সাথে গণেশ পুজোতে মাতলেন বনগাঁর ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা ৷ দেখুন ভিডিও
বনগাঁ কোর্টরোডের গনেশ পুজো কমিটির গনেশ পুজো শহরের অন্যতম পুজোর মধ্যে একটি। এবারও সমস্ত ব্যবসায়ীরা মিলে এই পুজোর আয়োজন বড় করে করেছেন বলে জানালেন ব্যাবসায়ীরা ।
পুজো কমিটির প্রধান অরুণাভ মজুমদারের কথায়,গণপতি বাপ্পার আরাধনার মাধ্যমে সকলের মঙ্গল কামনা করে যেন আর্থিক ক্ষতি কাটিয়ে লাভের আশা দেখতে পারেন সমস্ত ব্যাবসায়ীরা সেই উদ্দেশ্য নিয়েই তাঁদের এই গনেশ পুজোর আয়োজন।’
পাশাপাশি বনগাঁর শিমুলতলায় মহিলা পরিচালিত গণেশ পুজোও নজর কেড়েছে অনেকের ৷