- দেশের সময় ওয়েবডেস্ক: অবশেষে ভারী বৃষ্টি পেল দিল্লি সহ পার্শ্ববর্তী এলাকা। শুক্রবার রাত থেকেই দিল্লি, নয়ডা ও গুরুগ্রামে ভারী বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। দ্বারকায় এতটাই জল জমেছে, যে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। মৌসম ভবন শনিবার ও রবিবার দিল্লিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। বলা হয়েছে সারাদিন আকাশ থাকবে মেঘলা। ভারী থেকে বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৭ ডিগ্রি।
নিম্নচাপের জেরে দুর্যোগ দক্ষিণবঙ্গের ২ জেলায় ৷
ইতিমধ্যেই পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কিন্তু, পুজোর আগে উইকএন্ড এবং কেনাকাটার পরিকল্পনা কি ভেস্তে দিতে পারে বৃষ্টিপাত? ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। শনিবার কি তবে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ? কলকাতার আবহাওয়া ঠিক কী থাকবে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন শহর কলকাতার তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
এদিন বাতাসে জলীর বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭৫ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য বাড়বে অস্বস্তি।
ভ্যাপসা গরমে বাড়তে পারে ভোগান্তি।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা উপকূলবর্তী এই দুই জেলাতে অপেক্ষাকৃত বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। তবে শনিবার থেকেই বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে সেভাবে বৃষ্টিপাতের দেখা নাও মিলতে পারে।
চলতি মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষাকৃত কম ছিল। সেভাবে কোনও সিস্টেম তৈরি না হওয়ার কারণেই বৃষ্টিপাতের এই ঘাটতি বলে মনে করা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করলেও এর অভিমুখ ওডিশা উপকূলের দিকে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী তিন দিনের মধ্যে তা ওডিশা এবং ছত্তিশগড়ের দিকে এগিয়ে যেতে চলেছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি দেখা গেলেও উত্তরবঙ্গে চলতি মরশুমে হয়েছে ভারী বৃষ্টিপাত। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। তবে সার্বিকভাবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। তবে সোমবার থেকে ফের হাওয়া বদল হবে উত্তরবঙ্গে।
শনিবার ওডিশা এবং ছত্তিশগড়ে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। রবিবার পর্যন্ত অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।
আগামী ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশ বিদর্ভ ও ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। ২১-২৩ অগাস্ট উত্তরাখণ্ড, গুজরাট, হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড ত্রিপুরায়।
ভারী বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া।