Kumartuli : ছেলেপুলে নিয়ে ফের ভিনরাজ্যে দুর্গা,জমকালো দুর্গাপুজোর প্রস্তুতি বাংলায়

0
676

দেবাশিস রায় ও অর্পিতা বনিক, দেশের সময়: করোনাকাল কাটিয়ে শিল্পীদের মুখে দীর্ঘ তিন’বছর পর হাসি ফুটেছে। সাজ সাজ রব চারদিকে। সাত সমুদ্র তেরো নদীর পার থেকে ফের ডাক এসেছে মা দুর্গার । সেজে উঠছে পটুয়া পাড়ার দুর্গারা ৷ সপরিবার পাড়ি দেবেন অ্যাটলান্টিক আর আরব সাগরে। কারও গন্তব্য ইউরোপ, কারও মধ্যপ্রাচ্য, কারও আমেরিকা। কেউবা ভিনরাজ্যে ৷ কোন শিল্পীর ক’টা প্রতিমা বিদেশ যাচ্ছে, তা নিয়ে গুঞ্জন এখন কুমারটুলি থেকে বাংলার পটুয়া পাড়ার অলিগলিতে।

ইউনেস্কোর তালিকায় ইতিমধ্যেই আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গোৎসব ৷ এ দিকে, করোনায় বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি তিন’বছর তেমন ঘটা করে পুজো করতে পারেননি। কিন্তু এ বার সকলেই তাকিয়ে উৎসবের চারটে দিনের দিকে।যার হাত ধরে হাসি ফুটেছে কুমোরটুলি থেকে শুরু করে গোটা রাজ্যের শিল্পীদের  মুখেও।

প্রতিমা বিদেশে বা ভিন রাজ্যে পাড়ি দিলে তবেই লক্ষ্মীর বসত পটুয়াপাড়ায়। চাঙ্গা হবে মৃৎশিল্পের অর্থনীতি।

দুর্গাপুজোর এখনও পর্যন্ত বেশ অনেকটা দিন বাকি। তবে ইতিমধ্যেই কলকাতার কুমোরটুলি থেকে উত্তর ২৪পরগনা জেলার বনগাঁ মহকুমার পটুয়া পাড়ায় দুর্গা প্রতিমার তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে জোরকদমে। এ বছর কলকাতা সহ বনগাঁ শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হওয়ার সম্ভাবনা। ফলে বিগ বাজেট পুজোগুলির ঠাকুর বানানোর অর্ডার আসা শুরু হয়ে গিয়েছে কুমোরটুলিতে।

কুমোরটুলির মৃৎশিল্পীরা এ বছর দুর্গাপুজোর সময় বহু সংখ্যক মূর্তি বিক্রি হওয়ার আশায় বুক বাঁধতে শুরু করেছেন।

উত্তর২৪ পরগনার বনগাঁ শহরের মধ্যে এ বছর ৫০ বা ৭৫ বছরের বেশ কয়েকটি পুজো রয়েছে। তাই প্রতিমার মান এ বছর বেশ অনেকটাই ভাল হতে চলেছে এটা বলাই যায়। দেখুন দুর্গা পুজোর প্রস্তুতির ভিডিও

শিল্পীরা জানাচ্ছেন,  ইতিমধ্যেই বেশ কিছু বায়না পেয়েছেন তাঁরা। তাঁদের কথায়, ‘‘এ বছর কোভিডের কারণে উদ্যোক্তাদের মধ্যে পুজো নিয়ে কোনও আশঙ্কা নেই। করোনার ভয় কাটিয়ে গত বছর থেকেই উল্টো হাওয়া বইতে শুরু করেছিল। এ বার আশা করছেন পুরনো দিন ফিরবে।’’

তবে মাটির দাম বৃদ্ধির কারণে প্রতিমা তৈরির খরচ বেড়ে যাওয়া কিছুটা হলেও চিন্তায় রেখেছে শিল্পীদের। গত কয়েক মাসে গাড়ি প্রতি ভাল মাটিতে ৭০০-৮০০ টাকা দাম বেড়েছে বলে জানাচ্ছেন তাঁরা। ফলে প্রতিমার দামও কিছুটা বাড়াতে বাধ্য হচ্ছেন। যার ফলে চিন্তায় বহু উদ্যোক্তাই। বাজেট বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে।

বনগাঁর গান্ধিপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সদস্য অসীম সেন বলেন, ‘‘ এবছর আমাদের ক্লাবের পুজোর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আরও বেশি আয়োজন থাকছে৷ ইতি মধ্যেই খুঁটি পুজো হয়ে গেছে মন্ডপ তৈরীর কাজও চলছে পুরো দমে ৷ সব জিনিসের দামই তো দেখছি লাফ দিয়েছে। তবু দুর্গা পুজো বলে কথা মা আসছেন তাই লম্বা ফর্দোও তৈরী করে পকেটে নিয়ে ঘুরছি ৷ বাজেটে আদৌ কুলিয়ে ওঠা যাবে কি না, তা নিয়ে তো চিন্তা থাকছেই।’’ দেখুন বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর ভিডিও :

এখন প্রশ্ন হলো, করোনার তিন বছরের ‘খরা’ কাটিয়ে এ বার কি প্রাণ ফিরবে কুমারটুলির প্রতিমার বাজারের? তবে ছেলেপুলে নিয়ে ভিন রাজ্যে পাড়ি দেবে দুর্গা আর  তাতেই দিনবদলের আশা করছেন গোটা বাংলার মৃৎশিল্পীরা ৷

ইছামতী শারদ উৎসব কমিটির খুঁটি পুজো দিয়ে শুরু হল দুর্গাপুজোর প্রস্তুতি দেখুন ভিডিও

Previous articleBusiness : নতুন পদ্ধতি, রুপিতে ভারত – বাংলাদেশের মধ্যে পণ্য বাণিজ্য পরীক্ষামূলক ভাবে শুরু হলো পেট্রাপোল সীমান্ত দিয়ে :দেখুন ভিডিও
Next articleWeather Update: বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি,স্বস্তির খবর দিল হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here