দেশের সময় ওয়েবডেস্কঃ লস এঞ্জেলসে শুট করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ খান! খবর, তিনি নাকে চোট পেয়েছেন।
আমেরিকাতেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। এরপরেই নিজের দেশে ফেরেন বলিউড ‘বাদশা’। এখন ভাল আছেন এসআরকে। অবস্থা স্থিতিশীল। দ্রুত শারীরিক উন্নতি হচ্ছে। পুরোটাই সামলে নিয়েছেন তিনি। এই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতার চিকিৎসকরাও।
এক দিকে, ‘জওয়ান’-এর কাজ চলছে জোরকদমে। অন্য দিকে, লস এঞ্জেলেসে অন্য একটি ছবির শুটে ব্যস্ত শাহরুখ। সেখানেই ঘটেছে অঘটন। কী করে ঘটল এত বড় ঘটনা? সে কথা এখনও জানা যায়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, চোট পাওয়ার পরেই অভিনেতার নাক দিয়ে রক্তপাত হতে থাকে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তাঁর চিকিৎসারত ডাক্তারেরা আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। রক্তপাত বন্ধ করার জন্য ছোট্ট অস্ত্রোপচারের প্রয়োজন।
অস্ত্রোপচারের পরে এসআরকে-কে নাকে ব্যান্ডেজ নিয়ে নাকি দেখা গিয়েছে। এখন তিনি মুম্বইয়ে। নিজের বাড়িতে বিশ্রামে। যদিও তাঁর পরিবার বা টিম এ ব্যাপারে মুখ খোলেননি।
এখন যে কোনও বড় বাজেটের ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বিদেশ থেকে অ্যাকশন ডিরেক্টর আসেন। রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদাররা সারা ক্ষণ সেটেই থাকেন। তবুও টুকটাক বিপত্তি ঘটতে থাকে ভারতীয় ছবির সেটে। কয়েক মাস আগে নাগ অশ্বিন পরিচালতি ‘প্রজেক্ট কে’ ছবির সেটে গুরুতর চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। শুটিং বন্ধ রেখে সম্পূর্ণ সুস্থ হতে তিনি কিছু দিন সময়ও নিয়েছিলেন।
ভারতীয় শুটিং ফ্লোরের তুলনায় স্টান্ট করার নিরাপত্তা ব্যবস্থা হলিউডে আরও উন্নত হতে পারে বলেই ধরে নেন অনেকে। পরিকাঠামো সেখানে আরও ভাল হবে, তেমন আশা করেই বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং বাইরে হয়। কিন্তু সে সব সত্ত্বেও দুর্ঘটনার কবলে বাদশা। এমনিতে তিনি নিজের স্টান্ট নিজেই করেন। এবং যে কোনও দৃশ্যের জন্য যথেষ্ট নিষ্ঠা ভরে বহু দিন ধরে প্রস্তুতিও নেন। তবে এই দুর্ঘটনা কোনও অ্যাকশন দৃশ্যের শুটে ঘটেছে না কি সাধারণ কোনও দৃশ্যের শুটিংয়েই চোট পেলেন বাদশা, তা এখনই বোঝা যাচ্ছে না।
চলতি বছরেই বড় করে ফিরেছেন শাহরুখ। চার বছর পরে মুক্তি পেয়েছে ‘পাঠান’। এই প্রথম তিনি ‘রোম্যান্স’ ছেড়ে ভরপুর অ্যাকশনে। তাঁর নয়া অবতার মুগ্ধ করেছে অনুরাগীদের। ফলে, নতুন করে শাহরুখ-ম্যানিয়ায় ভুগছেন তাঁরা। স্বাভাবিক ভাবেই অভিনেতার পরের ছবির জন্য মুখিয়ে। ‘পাঠান’-এর মতোই মুক্তির আগে শোরগোল ফেলে দিয়েছে নায়কের ‘জওয়ান’। অ্যাটলি কুমারের পরিচালনায় শাহরুখের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। প্রথম সারির এই দক্ষিণী নায়িকা এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন। দেখা যাবে আরও এক দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকেও। এছাড়াও, আগামীতে শাহরুখকে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডানকি’তে।