দেশের সময় ওয়েবডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Teacher recruitment scam) মামলায় এবার নাম জড়াল অভিনেত্রী তথা তৃণমূলের যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের। শুক্রবার সায়নীকে কলকাতায় ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। ইডির তরফে মঙ্গলবারই তৃণমূল নেত্রীকে সেই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে বলে খবর (ED summons Saayoni Ghosh)।
সূত্রের খবর, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের সূত্রেই সায়নীর নাম উঠে এসেছে তদন্তে। কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করার সময়ই অভিনেত্রীর সঙ্গে যোগসূত্রের বিষয়টি উঠে এসেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কয়েকটি সম্পত্তি কেনাবেচার ঘটনায় তৃণমূলের যুবনেত্রীর নাম জড়িয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সোমবারই তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের স্ত্রী এবং শ্যালককে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা চিঠির প্রেক্ষিতে কিছু জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের ইডি-দফতরে ডেকে পাঠানো হয়েছিল বলে খবর। এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল সায়নীকেও।
এর আগে গত ১৩ জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই সময় নবজোয়ার যাত্রার জন্য নদিয়ার কৃষ্ণগঞ্জে ছিলেন অভিষেক। সেখানে সভা থেকেই তিনি সাফ জানিয়েছিলেন, ‘আমি কারও চাকর নই যে ডাকলেই যেতে হবে।’ পঞ্চায়েত ভোট মিটলে তারপর দেখা যাবে বলে জানিয়েছিলেন অভিষেক। ইডিকে ইমেল করেও তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সম্পত্তির সূত্র ধরে নাম এসেছে সায়নীর। আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, গোয়েন্দাদের হাতে এসেছে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাট। সূত্রের খবর, কুন্তলকে জেরার পর সায়নীর নাম আগেই জানতে পেরেছিলেন গোয়েন্দারা। এবার তাঁকে সেই সংক্রান্ত প্রশ্নই করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কুন্তলের সঙ্গে ছবি প্রসঙ্গে এর আগে অবশ্য় সায়নী জানিয়েছেন , “অনেকেই এসে আমার সঙ্গে ছবি তোলেন। সবাইকে চেনা সম্ভব নয়। তবে কুন্তল আমাদের যুব সংগঠনে রয়েছেন। তাই ওঁকে আমি চিনি।”