Weather Update: আজ সারাদিন চলবে বিরামহীন বৃষ্টি, ভাসবে কলকাতা সহ একাধিক জেলা, বাড়ি থেকে বেরনোর আগে আবহাওয়ার হাল জানুন

0
433

দেশের সময় ওয়েবডেস্কঃ মঙ্গলবার রাত থেকেই বিরামহীন বৃষ্টি চলেছে। বুধবার সকাল থেকেও এক নাগাড়ে পড়ে চলছে বৃষ্টি। মুখ ভার করে রয়েছে আকাশ। তার সঙ্গী হয়েছে আবার বিদ্যুতের ঝলকানি। মাঝে-মধ্যে গুরু গর্জন শোনা যাচ্ছে মেঘের। কিন্তু কতক্ষণ থাকবে এই নাছোড় বৃষ্টি? আদৌ কি কমবে? কী পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস?

কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় আগামী দু থেকে তিন ঘণ্টা একটানা মাঝারি মাপের বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আজ দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতার বিভিন্ন অংশে৷ কোন কোন জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিচু, প্লাবিত এলাকাগুলিতে ট্রাফিক কনজেশন এবং বজ্রপাতের কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের।

বিছিন্নভাবে হলেও আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে৷  এমনকি আগামী ৫ দিন বৃষ্টির পরিস্থিতি জারি থাকবে উত্তর পূর্বভারতের বিভিন্ন রাজ্যগুলিতে ৷ এমনই মৌসমভবন নিজেদের ওয়েদার অ্যালার্টে জানিয়েছে৷

কিন্তু আশার খবর যে, বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে-ধীরে কমবে বৃষ্টি। ফের বাড়বে তাপমাত্রা। দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে খবর। শুধু তাই নয়, আবারও বাড়বে ভ্যাপসা গরমের অস্বস্তি। কিন্তু উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি চলবেই।

আইএমডির সোমবারের ওয়েদার আপডেট অনুযায়ী ২৮ তারিখ পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷

হাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে আর তারই জেরে শেষ রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে৷

Previous articleMamata Banerjee : লিগামেন্টে আঘাত নিয়ে বাড়ি ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Next articleSaayoni Ghosh: নিয়োগ দুর্নীতিতে সায়নী ঘোষকে তলব ইডির! শুক্রবার হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here