অর্পিতা বনিক, বনগাঁ: এবারের পঞ্চায়েত নির্বাচনের লড়াইতে শাসক বিরোধী সবপক্ষই নিজেদের মতো করে ময়দানে নেমে পড়েছে। চলছে প্রচার পর্ব, দেওয়াল লিখন। পুরনোদের পাশাপাশি ভোটের লড়াইতে সুযোগ পেয়েছেন নতুনরাও। সমস্ত দলেই গুরুত্ব দেওয়া হয়েছে যুব সম্প্রদায়কে।
এই বছর বাগদার বিধায়ক তথা বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের ছেলে শুভজিৎ দাস এবার বনগাঁর ৪ নম্বর জেলা পরিষদের আসনে লড়াই করছেন ৷ এই বছরের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের অন্যতম তরুণ তুর্কী প্রার্থী শুভজিৎ।
ভোটারদের কি বলছেন শুভজিৎ ?
কী ভাবে চলছে নির্বাচনী প্রচার, কী এজেন্ডা নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে, সেই সমস্ত বিষয় নিয়ে দেশের সময় এর সঙ্গে খোলাখুলি কথা বলেন শুভজিৎ।
রাজ্যের বর্তমান পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সম্ভাবনা ঠিক কতটা?
এবারের প্রচারে কী কী এজেন্ডা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন?
জিতলে কি করবেন ?
আপনার বাবা বিধায়ক তথা বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি এটা প্রেস্টিজ ফাইট বলে কি আপনার বাড়তি চাপ বলে মনে হচ্ছে? তিনি দলের পাশাপাশি আপনার প্রচারে কতটা সময় দিচ্ছেন? ভোটের ময়দানে বাবাকে বেশি প্রয়োজন নাকি জেলা সভাপতিকে ?
বনগাঁর হরিদাসপুর এলাকায় চিরুনীশিল্প ধুঁকছে দীর্ঘদিন ধরে, প্রায় বন্ধের মুখে এই কুঠির শিল্প এই শিল্পের সঙ্গে যুক্ত বহু শ্রমিক পরিবার তাঁদের জন্য কি বার্তা দেবেন ৷
নাও ভাঙা নদীর উপরে রুজিরুটি এলাকার বহু মৎস জীবি মানুষ তাঁদের দীর্ঘদিনের দাবি নদী সম্পূর্ণভাবে সংস্কার হোক৷ আপনি জিতলে কি নদী সংস্কারের কাজ করবেন?
এসব প্রশ্নের জবাবে কি বললেন তৃণমূলের অন্যতম তরুণ তুর্কী প্রার্থী শুভজিৎ দাস ! দেখুন ভিডিও
তৃণমূলপ প্রার্থী শুভজিতের কথায়, ‘আমার একটাই এজেন্ডা উন্নয়ন ৷ তার সঙ্গে অবশ্যই শিক্ষা ও সংস্কৃতি। কারণ আমরা যে এলাকা থেকে উঠে আসছি, তা হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্রের জন্মভূমি ৷ সেখানে ছোট থেকে সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে, শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আমার লক্ষ্য শিক্ষা ও সংস্কৃতিকে বিশেষ করে এগিয়ে নিয়ে যাওয়া।’
এখানেই শেষ নয়, জিতলে এলাকার মানুষের জন্য কী করবেন, তাও জানিয়েছেন শুভজিৎ দাস৷ তিনি বলেন, ‘বড় বড় কথা বলতে চাইছি না, তবে জিতলে সরকারের যে সুযোগসুবিধা গুলি আছে সেগুলি আমার যে পার্টগুলি আছে সেখানে সমানভাগে ভাগ করে দিতে চাই।’ একইসঙ্গে জনপ্রতিনিধি হিসেবে নিজের পার্টের মেম্বারদের সঙ্গে কথা বলা এবং কীভাবে সমস্ত পরিষেবা প্রদান চলছে, সেগুলি দেখাও যে তাঁর কাজের মধ্যে থাকবে তাও জানিয়ে দেন এই তৃণমূল প্রার্থী।
পঞ্চায়েত ভোটের প্রচারে পুরোদমে নেমে পড়েছে তৃণমূল প্রার্থী শুভজিৎ , পেট্রাপোল সীমান্তের গ্রামগুলির বিভিন্ন প্রান্তের মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনছেন এবং মমতার সরকারের উন্নয়নের কথাই তুলে ধরছেন তিনি ৷