Coromandel Express Accident:বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় আহতদের জন্য রক্তদান শিবির বনগাঁয় : দেখুন ভিডিও

0
408

রিয়া দাস, বনগাঁ: মৃত্যুপুরী বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা একনিমেষে কেড়ে নিয়েছে বহু প্রাণ। শয়ে শয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দেহাংশ। কোথাও ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঁকি দিচ্ছে হাতের খানিকটা অংশ তো কোথাও পরিজনকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বাড়ির লোকেরা। আবার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাড়ে ছ’শোরও বেশি মানুষ। এমন কঠিন পরিস্থিতিতে জখম যাত্রীদের পাশে দাঁড়িয়েছেন সেখানকার স্থানীয় অসংখ্য মানুষ । দেখুন ভিডিও

সেই ঘটনা চিত্র সংবাদমাধ্যমে দেখে বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় আহতদের রক্তের জোগান দিতে রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর ১২পল্লী স্পোর্টিং ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন অভিজ্ঞানম৷ এদিন অসংখ্য মানুষ দাঁড়ালেন রক্তদান করার লাইনে।

Previous articleDurga Puja 2023: ঢাকে কাঠি পড়ল বনগাঁয় !গান্ধী পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো দিয়ে শুরু হল দুর্গাপুজোর প্রস্তুতি: দেখুন ভিডিও
Next articleWorld Environment Day : বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা দিতে গাছ ভূতেরা নামল কলকাতার রাস্তায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here