Samadrita Sen : বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী মাধ্যমিকে চতুর্থ সমাদৃতা পড়তে চায় সায়েন্স নিয়ে : দেখুন ভিডিও

0
2911
  •  

দেশের সময়: দীর্ঘদিন পর মাধ্যমিকে প্রথম দশে উঠে এল বনগাঁর নাম। আর এই সাফল্য এল বনগাঁ কুমুদিনী গার্লস হাইস্কুলের হাত ধরে।

বনগাঁর কোড়ারবাগানের বাসিন্দা সমাদৃতা জানালেন৷ তিনি পড়তে চান সায়েন্স নিয়ে ৷ মাধ্যমিকে চতুর্থ হয়েছে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমাদৃতা সেন। সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই। চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। নিয়মিত পড়াশোনার উপর সবসময় জোর দিয়েছি। স্কুলের ম্যামরা ফোন করছেন। খুব ভাল লাগছে।

চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। নিয়মিত পড়াশোনার উপর সবসময় জোর দিয়েছি। স্কুলের ম্যামরা ফোন করছেন। খুব ভাল লাগছে। দেখুন ভিডিও

প্রথম স্থানাধিকারীর থেকে সাত নম্বর কম পেয়েছে মহম্মদ ইমতিয়াজ। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। বলল, প্রথম দশে থাকব ভেবেছিলাম।

তবে তৃতীয় হব ভাবিনি। আমাদের স্কুলের রেজাল্ট খুব ভাল হয়েছে। আমার বন্ধুরা অনেকেই মেধা তালিকায় রয়েছে। বন্ধুদের এই সাফল্য দেখে খুবই আনন্দ হচ্ছে। নিজের রেজাল্ট নিয়েও আমি খুশি।
এবার তৃতীয় হয়েছে ৬ জন। তাদের মধ্যে ইমতিয়াজের স্কুল থেকেই অর্থাৎ মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র মাহির হাসান তৃতীয় স্থান অধিকার করেছে।

মাধ্যমিকে প্রথম দেবদত্তা একবার পড়তে বসলে উঠতে চাইত না। বাবা-মা একসময় বাধ্য হয়ে বলতেন, এবার ওঠো। আর পড়তে হবে না। দেবদত্তার কথায়, পড়তে খুবই ভাল লাগে। একবার পড়ায় মন বসে গেলে আর উঠতে ইচ্ছা করে না।

Previous articleMadhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা , বনগাঁর সমাদৃতা চতুর্থ
Next articleBongaon Kumudini UchchaBalika Vidyalaya: মাধ্যমিকে জেলার জয়জয়কার, নজর কাড়ল বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়,আগামী বছর পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here