দেশের সময়: মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা এলে বিনামূল্যে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে বাসিন্দাদের। এবং পরের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে অর্ধেক দামে। নির্বাচনী প্রচারে এমনই আশ্বাস দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ।
বৃহস্পতিবার বদনাওয়ারে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় ওই কংগ্রেস নেতা আরও বলেন, কংগ্রেস মধ্যপ্রদেশে ক্ষমতায় এলে দরিদ্র মহিলাদের প্রতিমাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে। কমলনাথের কথায় স্পষ্ট, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে তারাও নয়া প্রকল্প চালু করতে চায়। কমলনাথের আশ্বাস, মধ্যপ্রদেশে তারা সরকার গড়তে পারলে সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন স্কিমও ফিরিয়ে আনা হবে।
চলতি বছরের শেষের দিকেই ভোট হওয়ার কথা মধ্যপ্রদেশে। ওই ভোটকে সামনে রেখে এখন থেকেই প্রচার শুরু করে দিয়েছে কংগ্রেস। কর্ণাটক জয়ের পর গোটা দেশেই কংগ্রেস এখন অনেকটাই উজ্জীবিত। কর্ণাটক জয়ের বাড়তি অক্সিজেনকে কাজে লাগিয়েই সব জায়গাতেই কংগ্রেস কর্মীদের মাঠে নামানোর মরিয়া চেষ্টা করছে নেতৃত্ব। বৃহস্পতিবার নির্বাচনী জনসভা থেকে কমলনাথ বলেন, আমি প্রথমবারের জন্য বলছি, মধ্যপ্রদেশের মানুষ যদি আমাদের সরকারে আনে, বিদ্যুৎ বিল নিয়ে তাঁদের চিন্তা করতে হবে না। প্রতিটি পরিবার ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে প্রতি মাসে।
বর্তমানে মধ্যপ্রদেশে বিজেপি সরকার রয়েছে। গরিব মহিলাদের জন্য তাদের একটি প্রকল্প রয়েছে। প্রকল্পটি হল, যদি কোনও পরিবারের আয় বছরে দু’লক্ষ টাকার কম হয়, তাহলে সেই মহিলাকে প্রতিমাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা করবে সরকার। এই টাকার অঙ্কটাকেই কার্যত বৃদ্ধির টোপ দিয়েছেন কমলনাথ। বলেছেন, গরিব মহিলারা প্রতিমাসে দেড় হাজার টাকা করে পাবেন।