Weather update: ফের হাওয়া বদল, বাড়ছে গরম, বৃষ্টির পূর্বাভাস শোনাল আবহাওয়া দফতর

0
736

দেশের সময় ওয়েবডেস্কঃ চলতি সপ্তাহের শুরুতে দু-একদিন বৃষ্টিতে ভিজেছে কলকাতা। তীব্র দাবদাহ থেকে খানিক স্বস্তি মিলেছে। কিন্তু এবার ফের জাঁকিয়ে পড়তে চলেছে গরম ৷ এমনটাই আশঙ্কা আবহাওয়া দফতরের ৷

হাওয়া অফিস জানিয়েছে, আবার গরমে নাকাল হতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, আগামী দু’দিনের মধ্যেই ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে আপাতত তাপপ্রবাহের আশঙ্কা নেই।
তবে গরমের পাশাপাশি রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যা গরমের মধ্যেও স্বস্তি জোগাবে বলে মনে করছে সাধারণ মানুষ।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপ মাত্রার পারদ বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি। এর পরবর্তী দুই দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কম। একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে অসহনীয় গরম পড়বে না। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে। কোনও কোনও জেলাতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এদিন মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে কিছুটা কমবে বৃষ্টি। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে।

অন্যদিকে উত্তরে শুক্র, শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইমুহুর্তে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ নেই। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। এদিকে বাইরে থেকে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বলে মনে করা হচ্ছে।

Previous articleAbhishek Banerjee : টিকিট না পেলে নির্দল? তাঁদের জন্য দলের দরজা খোলা : অভিষেক
Next articleAnubrata Mondal: হুজুর জামিন দিন,সুকন্যা গ্রেফতার হতেই ভেঙে পড়েছেন অনুব্রত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here