period: রাস্তায় আকস্মিক শুরু পিরিয়ড! ‘মণিকা’ সেন্টারে মিলবে বিনামূল্যে স্যানিটারি প্যাড, উদ্যোগী পুরসভা

0
1058

দেশের সময় ওয়েবডেস্কঃ অফিসের কাজে রাস্তায় বেরিয়েছেন কিংবা অন্য কোনও জরুরি প্রয়োজনে। পথে হঠাৎ পিরিয়ড শুরু হয়েছে। কাছে স্যানিটারি ন্যাপকিন নেই। প্রতিনিয়তই এমন সমস্যায় পড়েন মহিলারা। অগত্যা সেই অবস্থায় ওষুধের দোকান খোঁজার ধুম পড়ে যায়। এবার ঋতুমতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় এবং তাদের প্যাডের প্রয়োজন মেটাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা৷ কলকাতা পুরসভার বিশেষ উপহার ‘মণিকা।’

পুরসভার উদ্যোগে কলকাতার নানান জায়গায় বসবে এই স্যানিটারি প্যাডের সেন্টার। রাস্তায় যাতে মহিলারা অসুবিধায় না পড়েন সেকারণেই এই ব্যবস্থা। এই প্রকল্পের নাম ‘মণিকা’ । তবে এই নামটিই থাকবে নাকি অন্য কোনও নাম হবে এই প্রকল্পের তা এখনও স্পষ্ট করে জানাননি মেয়র পারিষদ।

মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই একটি করে এই সেন্টার তৈরি করা হবে। সেখানে যে শুধু প্যাডের ব্যবস্থা থাকবে এমন নয়, আলাদা বাথরুম, ড্রেস চেঞ্জিং রুমও থাকবে। সেন্টারগুলিতে থাকবে ওয়েটিং রুমও। কেউ চাইলেই সেখানে বসে কিছুক্ষণ অফিসের কাজ করতে পারবেন। বিশুদ্ধ জলের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সবকটি সেন্টারে একজন মহিলা পরিচালিকার ব‌্যবস্থা থাকবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ‘মণিকা’ প্রকল্পের পাশাপাশি শহরের পুরনো শৌচালয়গুলোর আধুনিকীকরণ করছে পুরসভা।গড়িয়া মহাশ্মশান, নারকেলডাঙা নর্থ রোড, ৯৭ নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষ রোড, ৪ নম্বর ওয়ার্ডের দমদম রোডের ঝাঁ-চকচকে শৌচালয় রীতিমতো চমকে দেওয়ার মতো।

Previous articleGangtok avalanche: ভয়াবহ তুষারধস গ্যাংটকে, মৃত শিশু-সহ ৬, বরফের নীচে অন্তত ৮০
Next articleDuare Sarkar :বনগাঁ পুরসভার উদ্যোগে শুরু হল ‘জনতার দরবার, এবার সারা বছরই মিলবে ‘দুয়ারে সরকার’-এর সুবিধা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here