Anubrata Mondal : টানটান নাটক শেষে তিন দিনের ইডি- হেফাজতে অনুব্রত

0
534

দেশের সময় ওয়েবডেস্কঃ ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হল গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। কোনও সময় নষ্ট না করতেই রাতেই শুনানির ব্যবস্থা করা হয় দিল্লিতে। 

আসানসোলের জেল থেকে দিল্লিতে বিচারকের বাড়িতে শুনানি পর্ব। টানটান নাটক চলেছে মঙ্গলবার মধ্যরাত অবধি। জানা গেছে, গতকাল রাত দেড়টা নাগাদ সশরীরে দিল্লির বিচারকের বাড়িতেই হাজিরা দিতে হয় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ৷ মাঝরাত অবধি চলে শুনানি পর্ব। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রায় দেন আগামী ১০ মার্চ অবধি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হেফাজতেই থাকবেন কেষ্ট।

বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার মামলায় শুনানি শুরু হয়। অনুব্রতকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী। তাতে আপত্তি জানান অনুব্রতের আইনজীবী মুদিত জৈন। শেষপর্যন্ত তাঁকে আগামী ১০ মার্চ ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুব্রতকে প্রথমে ভার্চুয়াল শুনানিতে হাজির করেছিল ইডি। তাতে আপত্তি জানিয়েছিলেন অনুব্রতর আইনজীবী। তাঁর বক্তব্য ছিল, এই ধরনের ক্ষেত্রে প্রথমে সশরীরে হাজিরা দেওয়া উচিত। যে বক্তব্যের প্রেক্ষিতেই মধ্যরাতেই নিজের বাড়িতে অনুব্রতকে হাজিরা দিতে বলেন বিচারক। অনুব্রত-র আইনজীবী ও ইডি-র আইনজীবী নীতীশ রাণাকে নিজের বাড়ির ঠিকানা জানিয়ে দ্রুত সেখানে হাজির হতে বলা হয়। ইডি তাদের সদর দফতর থেকে বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে নিয়ে রওনা হয়ে যায় বিচারপতির বাড়ির উদ্দেশে। সেখানেই মাঝরাত অবধি চলে শুনানি পর্ব।

Previous articleHoli 2023 Live Updates: আজ রঙের উৎসব, বসন্তকে বরণ করে নেওয়ার পালা
Next articleWeather Update : চলতি মাসেই বইবে লু! কোন কোন রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট, দেখুন আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here