Z+ Security to Mukesh Ambani & Family : ‌দেশ- বিদেশে মুকেশ আম্বানি পরিবারকে দিতে হবে জেড প্লাস নিরাপত্তা, নির্দেশ শীর্ষ আদালতের

0
539

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশ ও বিদেশে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন মুকেশ আম্বানিরা।নির্দেশ শীর্ষ আদালতের।সোমবার বিচারপতি কৃষ্ণা মুরারি ও আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আম্বানির নিরাপত্তা নিয়ে অবশ্যই ঝুঁকি রয়েছে। আর তাই একটি নির্দিষ্ট এলাকা বা তাঁর বাড়ির চারপাশেই কেবল নিরাপত্তা সীমাবদ্ধ রেখে লাভ নেই। মুম্বই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আম্বানির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নিয়ে নানা সূত্রে মেলা সম্ভাবনাকে মাথায় রেখে শীর্ষ আদালতের নির্দেশ আম্বানিকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে দেশে ও বিদেশে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক ও মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 

 মুকেশ আম্বানি এতদিন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তাঁর স্ত্রী নীতা আম্বানি পেতেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। প্রসঙ্গত ২০২১ সালে মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। হুমকি চিঠিও মিলেছিল। এমনকী গত বছর স্বাধীনতা দিবসে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি।

রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে একাধিকবার এসেছিল হুমকি ফোন। তারপর থেকেই মুকেশ আম্বানির নিরাপত্তা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছিল। একাধিক আদালতে যা নিয়ে মতান্তর হয়। অবশেষে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়, দেশে ও বিদেশে শুধু মুকেশই নন, গোটা পরিবার পাবেন জেড প্লাস নিরাপত্তা। অর্থাৎ আম্বানিদের সুরক্ষায় এখন থেকে আরও বেশি কম্যান্ডো নিয়োগ করা হবে। 

প্রসঙ্গত উল্লেখ্য,রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান মুকেশ আম্বানি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন। বর্তমানে ভারতে সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। তাঁর বাসভবন অ্যান্টিলার সামনে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি মিলেছিল। সেই ঘটনার তদন্তে মহারাষ্ট্রের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের নাম জড়িয়েছিল। সেটা ২০২১ সালের ঘটনা।  

এরপরও আম্বানিদের খুন করার হুমকি দিয়ে মুম্বই থেকে গ্রেফতার হয়েছিলেন একজন। পরেও বিহার থেকে এক ব্যক্তি রিলায়েন্সের হাসপাতালে ফোন করে আম্বানিদের মেরে ফেলার হুমকি দিয়েছিল। এই আবহে প্রথমে মুকেশ আম্বানি, এবং পরবর্তীতে গোটা আম্বানি পরিবারকেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷

Previous articleWeather Update: ১৯০১ সালের পরে ভারতে এবার রেকর্ড তাপপ্রবাহের সম্ভাবনা, মার্চের শুরুতেই গরমের দাপট!
Next articleVisva Bharati Basanta Utsav:’বসন্ত উৎসবের নামে চলত তাণ্ডব’, বললেন বিশ্বভারতীর উপাচার্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here