Bongaon Extortion: জুলুমবাজির অভিযোগ আইএনটিটিইউসি বনগাঁ জেলা সভাপতির বিরুদ্ধে ,পাল্টা সাংবাদিক সম্মেলন ৩ ব্যবসায়ী সমিতির

0
1379

দেশের সময় , বনগাঁ: ঘটনার সূত্রপাত শনিবার রাত৷ এক ব্যবসায়ীর থেকে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বনগাঁ শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (INTTUC) জেলা সভাপতি নারায়ণ ঘোষ ওরফে নান্টুর বিরুদ্ধে। অভিযোগ টাকা না দেওয়ার কারণে, নারায়ণ ঘোষ তাঁর দলবল নিয়ে শনিবার রাতে বনগাঁ থানার কোড়ারবাগান এলাকায় মন্টু সাহা নামে এক স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে চড়াও হন। সেই সময় মন্টু সাহা বাড়িতে ছিলেন না। মন্টুবাবুর পরিবারের লোকেদের গালিগালাজ ও তাঁর ভাইকে কালীদাস কে ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে।

রবিবার রাতে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করে জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ নারায়ন ঘোষ এবং তার সঙ্গীরা মদ্যপ অবস্থায় তাঁদের বাড়িতে চড়াও হয়। 

অভিযোগ, প্রায় ৭-৮ জন যুবক মদ্যপ অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়েছিল ও বাড়ির মহিলাদের গালিগালাজ করতে শুরু করেছিল। সেই সময় মন্টুবাবুর ভাই কালিদাস সাহা প্রতিবাদ করতে এগিয়ে আসলে, তাঁকে ধরে বেধড়ক মারা হয়। মারধরের জেরে গুরুতর আহত কালিদাসকে প্রথমে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কী কারণে এই মারধর? অভিযোগকারী ওই ব্যবসায়ী জানাচ্ছেন, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চালিয়ে যাচ্ছিল নারায়ণ ঘোষ। সেই সূত্র ধরেই ১১ ফেব্রুয়ারি রাতে ব্যবসায়ীর বাড়িতে গিয়ে চড়াও হন নারায়ণ ঘোষ ও তাঁর দলবল। বাড়িতে গিয়ে টাকা চেয়ে গন্ডগোলের পরিস্থিতি তৈরি করে বলে অভিযোগ। সেই নিয়ে ইতিমধ্যেই বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী মন্টু সাহা।

যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণ ঘোষ। উল্টে এই ঘটনার পিছনে বিজেপির মদত ও ইন্ধন দেখছেন তিনি। নারায়ণ ঘোষে পাল্টা বক্তব্য, চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে দুর্নাম ছড়ানো হচ্ছে। ঘটনার দিন তিনি কলকাতা বইমেলায় ছিলেন। অনেক রাতে বনগাঁয় ফিরেছেন। আর তাছাড়া, মন্টু সাহাদের সঙ্গে তার ৪০ বছরের সম্পর্ক। নারায়ন ঘোষ পাল্টা অভিযোগ করেন, এর পেছনে বিজেপির মদত রয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছে না জেলার তৃণমূল নেতৃত্ব।

এব্যাপারে বিজেপি নেতা দেবদাস মন্ডল জানান, ‘তৃণমূল দলটা তোলাবাজির দল। যার বাড়িতে হামলা চালানো হ‌য়েছে, সেই ব্যবসায়ী পরিবারও তৃণমূল দলের ঘনিষ্ট। ফলে এখানে বিজেপির মদতের গল্প বলে কোনও লাভ নেই।’

মঙ্গল বার দুপুরে আইত্রনটিটিইউসি(INTTUC) জেলা সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পাল্টা সাংবাদিক সম্মেলন করল বনগাঁর তিন ব্যবসায়ী সমিতি ।

বনগাঁ নিউমার্কেট ব্যবসায়ী সমিতি, রেল বাজার ব্যবসায়ী সমিতি ও যশোর রোড রামনগর রোড সংযোগস্থল ব্যবসায়ী সমিতর পক্ষ থেকে তাদের সম্পাদক তথা ২০ নাম্বার ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বনগাঁ জেলা আই এনটিটিইউসি-র সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে দাবি তোলেন তারা । তাদের সম্পাদকের বিরুদ্ধে এই অপপ্রচার বন্ধ করবার জন্য বনগাঁ সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন ব্যবসায়িক সমিতির কর্তারা ।

Previous articleValentine’s Day 2023: ভালবাসা থাকুক সারা জীবন! ভ্যালেন্টাইন্স ডে-র ইতিহাস জানুন! রইল প্রেমদিবসে-র ১০ টি শুভেচ্ছা বার্তা
Next articleValentine’s Day: ভালোবাসায় জড়িয়ে বসন্ত এলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here