SSC Group D Recruitment: ১৯১১ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল, ফেরাতে হবে বেতনও! কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

0
701

দেশের সময় ওয়েবডেস্কঃ ১৯১১ জন আর গ্রুপ ডি কর্মী থাকবেন না, তাঁদের স্কুলে ঢুকতে দেওয়া যাবে না!– আজ, শুক্রবার এমনই কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ! তাঁর নির্দেশ অনুযায়ী বেতনও বন্ধ ওই কর্মীদের, এমনকি যে বেতন এতদিন পেয়েছেন, সেই টাকাও ফেরত দিতে হবে মাসে মাসে। বিচারপতি আরও নির্দেশ দেন, প্রয়োজনে হেফাজতে নিয়ে তাঁদের জেরাও করবে সিবিআই।

শুধু তাই নয়, বিচারপতি বলেন, আদালতের নির্দেশ ছাড়া তাঁদের কোনও পরীক্ষায় কাজে লাগানো যাবে না। তাঁর কথায়, ‘এঁদের আগে আদালত নিজে থেকে চাকরি ছাড়ার সুযোগ দিয়েছিল। কিন্তু তাঁরা সেটা করেনি।’ পাশাপাশি এদিন আদালত জানায়, আগের যে ৬০৯ জনের চাকরি গিয়েছিল গত বছর সেপ্টেম্বর মাসে, তাঁদের জায়গায় নতুনদের চাকরি দেওয়ার প্রক্রিয়াও শুরু করবে এসএসসি।

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের সঙ্গে সঙ্গেই বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশপত্র প্রত্যাহার করে নিল স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ ১৯১১ জনের চাকরি বাতিল করবে।

শুধু তাই নয়, এই মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, আদালতে সুবীরেশ জানাবেন কার নির্দেশে তিনি অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র দিয়েছিলেন। কেন এই জালিয়াতি করেছিলেন।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, যদি সুবীরেশ ভট্টাচার্য কিছু না জানান, তবে ধরে নেওয়া হবে তিনিই এই দুর্নীতির মাথায় ছিলেন। যতদিন না তিনি এই মামলা থেকে নিষ্পত্তি পাচ্ছেন ততদিন সুবীরেশ তাঁর মাস্টার ডিগ্রি ও পিএইচডি ডিগ্রি ব্যবহার করতে পারবেন না।

বিচারপতি বলেন, পারিবারিক নিরাপত্তার কারণে সুবীরেশ যদি আদালতের কাছে মুখ খোলার ব্যাপারে দ্বিধাগ্রস্থ হন বা যদি কোনও ভয় থাকে তবে সেটাও দেখবে আদালত। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাঁর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা হবে, জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Previous articleBook Fair: ‘কৃষি ও কৃষ্টিতে আম’! ড. মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় ও ড. কল্যাণ চক্রবর্তী’র লেখা বইটি বইমেলায় পাঠকদেরকে টানছে আমের প্রাচীন ইতিহাস
Next articleBangaon News: বাঁশের ভাড়া ভেঙে পড়ে রং মিস্ত্রীর মৃত্যু বনগাঁয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here