দেশেরসময় ওয়েবডেস্কঃ কলকাতা সহ জেলায় জেলায় শীতের দাপট অব্যাহত৷
গত বৃহস্পতিবার থেকেই পারদ পতন অব্যাহত কলকাতা সহ গোটা রাজ্যে। চলতি সপ্তাহের শুরুতেও তাপমাত্রার কোনও হেরফের হল না। বরং কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রির ঘরে। রেকর্ড ঘরে শুক্রবার তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার খানিকটা পারদ চড়ে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সামান্য বেড়ে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন মেঘমুক্ত থাকবে আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস এও জানাচ্ছে, রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ও মালদহে আগামী তিনদিন শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৩ দিন তাপমাত্রা ও আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। তবে চলতি সপ্তাহের শেষে ফের কলকাতায় পারদ চড়বে।
হাড়কাঁপানো ঠান্ডা, দিল্লিতে অব্যাহত শৈত্যপ্রবাহ, পারদ নামল ১.৯ ডিগ্রিতে৷