দেশের সময় ওয়েবডেস্কঃ কথায় কথায় রোগীদের রেফার করে দেওয়ার প্রবণতা নিয়ে জেলা হাসপাতালগুলির উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ভবনও এ নিয়ে পদক্ষেপ করা শুরু করেছিল। বছরের শেষে আরও কড়া ডোজের ওষুধ দিল রাজ্য সরকার।
শুক্রবার স্বাস্থ্য ভবনের তরফে একটি নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলা হাসপাতালগুলিকে। সেখানে বলা হয়েছে, কোন কোন ক্ষেত্রে রেফার করা যাবে আর কোন কোন ক্ষেত্রে যাবে না।
ওই নির্দেশিকায় স্বাস্থ্য ভবন ৩৭০টি ক্যাটেগরি নির্দিষ্ট করে বলে দিয়েছে কালিম্পং থেকে দক্ষিণ ২৪ পরগনা—সমস্ত জেলা হাসপাতালে চিকিৎসা বাধ্যতামূলক। অর্থাৎ ৩৭০টি অসুখবিসুখের ক্ষেত্রে জেলা হাসপাতাল রোগীকে কোথাও রেফার করতে পারবে না। জেলা হাসপাতালকেই সেই পরিষেবা দিতে হবে।
সেইসঙ্গে ৩৭টি ক্যাটেগরির কথা উল্লেখ করে ওই নির্দেশিকায় বলা হয়েছে, এইসব ক্ষেত্রে চিকিৎসা পরিকাঠামো জেলা হাসপাতালে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। থাকলে রোগীকে কোনওভাবেই ফেরানো যাবে না। আর একান্তই যদি না থাকে সেক্ষেত্রে রোগীকে রেফার করতে পারবেন চিকিৎসকরা।
স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিকাঠামো থাকা সত্ত্বেও জেলা হাসপাতাল রেফার লিখে কলকাতায় পাঠিয়ে দেয় রোগীকে। এতে রোগী এবং তাঁর পরিবারের লোকজনের যেমন ভোগান্তি হয় তেমন কলকাতার হাসপাতালগুলিতে অতিরিক্ত চাপ তৈরি হয়। জেলা হাসপাতালগুলির উদ্দেশে এও বলা হয়েছে, যে যে পরিকাঠামো নেই তার একটা তালিকা করে স্বাস্থ্য ভবনে দিতে হবে। রাজ্য সরকার পরিকল্পনা করে তা গড়ে তোলার চেষ্টা করবে।