দেশের সময় ওয়েবডেস্কঃ আগামীকাল নির্বাচনের দ্বিতীয় দফা। গুজরাটের প্রথম দফার ভোট মিটেছে ১ডিসেম্বর। সোমবার সে রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। এই দফাতেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আহমেদাবাদের রানিপ ভোটকেন্দ্রে নিজের মতদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার আগের দিন, রবিবার (৪ ডিসেম্বর), মায়ের আশীর্বাদ নিলেন তিনি। এদিন কড়া নিরাপত্তার মধ্যে, গান্ধীনগরে মায়ের বাড়িতে আসেন নরেন্দ্র মোদী। তাঁর, মায়ের সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ছবিগুলিতে দেখা যাচ্ছে, মা হিরাবেন মোদীকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন নরেন্দ্র মোদী। তাঁকে মায়ের সঙ্গে বসে চা-ও খেতে দেখা যায়। পরনে ছিল সবুজ রঙের কুর্তা এবং হলুদ রঙের শাল। স্বাভাবিকভাবেই ছেলেকে কাছে পাওয়ার খুশি ধরা পড়েছে হিরাবেনের চোখে-মুখেও।
সূত্রের খবর, আগামীকাল দিনের প্রথম ভাগেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধানমন্ত্রী এবং তাঁর মা। ভোট দেওয়ার কথা শাহেরও।
এদিকে, প্রধানমন্ত্রী ভোট দেবেন বলে আহমেদাবাদের রানিপ ভোটকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সংস্থাকে, আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের মুখ্য অগ্নি নির্বাপণ আধিকারিক অনিরুদ্ধ গাধভি বলেছেন, “যানবাহন চলাচলের জন্য বিকল্প পথের পরিকল্পনা করা হয়েছে। অগ্নি নির্বাপণ বিভাগের কর্মকর্তারাও সতর্ক থাকবেন। জরুরি ভিত্তিতে বুথ এলাকা খালি করে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে।”
প্রথম দফায় ৮৯ আসনে ভোটগ্রহণ হওয়ার পর দ্বিতীয় দফায় ভোট হবে ৯৩ টি আসনে। গুজরাটের হাড্ডাহাড্ডি লড়াই় বিজেপি কংগ্রেস এবং আপের মধ্যে। রাজ্যের গদিতে নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি, পুরনো ক্ষমতা ফিরে পেতে উদ্যোগী কংগ্রেস।
গত ১ ডিসেম্বর গুজরাট নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। সেদিন ৮৯টি আসনে ভোট হয়েছিল। সোমবার, দ্বিতীয় দফায় ভোট হবে ৯৩টি আসনে। মোট ৮৩৩ জনের ভাগ্য নির্ধারণ হবে। আগামী ৮ ডিসেম্বর হবে ভোট গণনা এবং ফল প্রকাশ। গত ২৭ বছর ধরে রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি। এবার টানা সপ্তমবারের জন্য ক্ষমতায় ফিরতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। তবে প্রতিষ্ঠান বিরোধিতার ভোটকে নিজেদের ঝুলিতে টানার আশা করছে কংগ্রেস। আর এবার গুজরাটে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টি।
আগামীকাল সেরাজ্যের বাকি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে গতবারের তুলনায় এবার প্রথম দফার ভোটদানের হার কম। আগামীকাল সেই হার বাড়ে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।