Weather Update: ‌ফের পারদপতন ! শীতের আমেজ শহর কলকাতা সহ জেলায়

0
519
NOTICE

দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার মরশুমের শীতলতম দিন।এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস

নভেম্বরের শেষ থেকেই বাড়তে শুরু করেছিল রাজ্যের তাপমাত্রা। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলা উধাও হয়ে যাচ্ছিল ঠান্ডা। তবে শুক্রবার এক ধাক্কায় বেশ কিছুটা পারদপতন হল। ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল কলকাতায় তাপমাত্রা ৷

শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। গত নভেম্বর মাসে কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবারের পারদ সেই তাপমাত্রাকেও ছাপিয়ে গেল।

হাওয়া অফিস জানাচ্ছে,বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জানা গেছে, পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে। কয়েকটি জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে নেমেছে। আগামী কয়েক দিন কলকাতায় রাতের তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। শীত শীত ভাব থাকবে দিনের বেলায়ও।

হাওয়া অফিস জানাচ্ছে, পারদপতন হলেও এই মুহূর্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। ভোরে ও রাতে ঠান্ডার আমেজ থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনের বেলায় শীত-পোশাকের প্রয়োজন পড়বে না বলেই মনে করা হচ্ছে।

জেলাগুলিতেও শীতের আমেজ রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকছে স্বাভাবিকের আশেপাশে। হালকা শীত-ভাব থাকলেও দুপুরের দিকে হিমেল হাওয়ার দেখা মিলছে না রাজ্যের কোথাওই।

শনিবার মূলত পরিষ্কারই থাকবে কলকাতার আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী চার-পাঁচ দিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। অর্থাৎ, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে উপরেই রয়েছে।

হাওয়া অফিস জানায়, মধ্য বঙ্গোপসাগরের দিক থেকে আসা ঘূর্ণাবর্তের প্রভাবে জোরালো হচ্ছে না উত্তুরে হাওয়া। ঘূর্ণাবর্তের প্রভাব কাটিয়ে হাওয়ার গতি বাড়লেই ফিরবে শীতের আমেজ। সেই ঘূর্ণাবর্তের রেশ খানিকটা কেটেছে। তাই ফের শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। তবে কড়া শীত পড়তে এখনও দেরি আছে। 

Previous articleSwami Hiranmayanandaji Maharaj : প্রয়াত ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ-সভাপতি স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজ, ভক্তদের মধ্যে শোকের ছায়া
Next articleDESHER SAMAY E PAPER দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here