দেশের সময় ওয়েবডেস্কঃ হাইভোল্টেজ গুজরাট নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগেই। দিন কয়েক আগে বিধানসভা ভোটের দিনক্ষণ ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন ৷ এর পর থেকেই কোমর বেঁধে নেমেছে সব রাজনৈতিক দলগুলি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে আপ। তৈরি হচ্ছে কংগ্রেস। এর মধ্যেই ভোটমুখী গুজরাটে নতুন স্লোগান উঠে এল মোদীর মুখে।
রবিবার গুজরাটের বিধানসভার ভালসাদ জেলার কাপরাদা গ্রামের এক জনসভায় হাজির হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি। আর প্রথমদিনই গুজরাটি ভাষায় বিজেপির নতুন নির্বাচনী স্লোগান চালু করলেন তিনি – “আ গুজরাট, ম্যায় বন্যাউ ছে”, যার বাংলা করলে দাঁড়ায়, এই গুজরাট আমি বানিয়েছি।
এখন প্রতিটি গুজরাটি আত্মবিশ্বাসে পরিপূর্ন, তিনি তাঁর প্রায় আধঘন্টার বক্তব্যে এই কথা বারবার তুলে আনেন।
দেশের প্রধানমন্ত্রী মোদী, একসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ওয়াকিবহাল মহলের মতে, ভোটের ঠিক আগে মোদীর মুখে এই স্লোগান রাজনৈতিক ভাবে যথেস্ট তাৎপর্যপূর্ন। ডিসেম্বরের শুরুতেই গুজরাটে বিধানসভা নির্বাচন। কমিশনের দেওয়া নির্ঘণ্ট অনুযায়ী দু দফায় ভোট হবে গুজরাটে।
প্রথম দফার ভোট ডিসেম্বরের ১ তারিখ এবং ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় দফার ভোট। ভোট গণনা ৮ ডিসেম্বর। ভোটের ঠিক আগে আগেই গুজরাটে ঘটে গিয়েছে পরপর বেশ কয়েকটি ঘটনা। উৎসবের মধ্যেই মোরবীতে মচ্ছু নদীর অপরের ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে প্রায় দেড়শ মানুষের। আহত আরও বহু। বিরোধী রাজনৈতিক দলগুলি এই মুদ্দায় বিজেপি বিরোধিতায় সুর চড়িয়েছে ব্যাপক হারে। এই পরিস্থিতিতে আবার গুজরাটের দুই জেলার তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। সব মিলিয়ে ভোটের আগে গুজরাটের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। তার মধ্যেই ভোটমুখী গুজরাটের জন্য নতুন স্লোগান বাঁধলেন নরেন্দ্র মোদী।
এদিন গুজরাটের ভালসাদ জেলার কাপ্রদা গ্রামে সভা করেন মোদী। এই জেলা আদিবাসী অধ্যুষিত। আদিবাসী সম্প্রদায় তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আদিবাসী সম্প্রদায়ের আশীর্বাদ” নিয়ে তাঁর প্রচার শুরু করতে পেরে তিনি সম্মানিত। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমার কাছে ‘A’ মানে হল আদিবাসী। আদিবাসী ভাই-বোনদের আশীর্বাদে আমার প্রথম নির্বাচনী সভা শুরু হল, এটা আমার জন্য সৌভাগ্যের মুহূর্ত। এক সময় এই এলাকায় আমরা ডাক্তারের খোঁজ করতাম। আজ আদিবাসী এলাকায় হাসপাতাল ও মেডিকেল কলেজ রয়েছে।”
আসন্ন নির্বাচনে বিজেপির জয়ের বিষয়ে চূড়ান্ত আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “মানুষ সব রেকর্ড ভেঙে বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। গুজরাটের জনগণের যত সময় চাই, আমি দেব। আমি এবার আমার নিজের রেকর্ডই ভাঙব। ভুপেন্দ্রর রেকর্ড নরেন্দ্রর চেয়ে শক্তিশালী হবে। আমি এই লক্ষ্যেই কাজ করতে চাই। গুজরাটের মানুষ লড়াই করছে, ভূপেন্দ্র বা নরেন্দ্র নয়।”
তিনি আরও বলেন, “রাজ্যের উন্নয়নের জন্য আদিবাসী এবং গুজরাটের অন্যান্য সম্প্রদায়কে হাতে হাত মিলিয়ে চলতে হবে। আমরা দেশের উন্নয়নের জন্য গুজরাটের উন্নয়নের চেতনায় অবিরাম কাজ করে যাচ্ছি। আমি দিল্লিতে থাকি ঠিকই, কিন্তু গুজরাট থেকেই সব শিখেছি।” কংগ্রেস দলের নাম না নিয়েই শতাব্দীপ্রাচীন দলকে আক্রমণ করে তিনি বলেন, “যে বিভেদকামী শক্তিগুলি গত ২০ বছর ধরে রাজ্যের মানহানি করেছে, গুজরাট তাদের বর্জন করবে।”
প্রসঙ্গত, গুজরাটে টানা ছয়টি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। ১ ও ৫ ডিসেম্বর দুই দফায় নির্বাচন হবে গুজরাটে। ভোট গণনা করা হবে ৮ ডিসেম্বর।