Dengue death: ডেঙ্গি আক্রান্ত বেলেঘাটা আইডির সহকারী সুপারের মৃত্য

0
491

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের কলকাতা শহরে ডেঙ্গির বলি। ২০১৯ সালের পর আতঙ্কের সৃষ্টি করছে ডেঙ্গি। এবার বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরার মৃত্যু হয় এই রোগে আক্রান্ত হয়ে। হাসপাতাল সূত্রে খবর, দিন কয়েক ধরে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

চিকিৎসারত অবস্থায় আজ হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৪২ বছর। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তিনি ১ নভেম্বর থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি থেকেই অনির্বাণ হাজরার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হয়। 

প্লেটলেট নেমে আসে ১৬ হাজারে। প্লেটলেট দেওয়া হয়। কিন্তু আজ সকাল থেকে ফের অবনতি হতে থাকে তাঁর শারীরিক অবস্থার। পরিস্থিতি সংকটজনক হওয়ায়  সিসিইউতে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। জানা গিয়েছে, করোনা কালেও করোনা সংক্রমিত হয়ে ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।  শুক্রবার সকালে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান হাওড়ার এই চিকিৎসক।

অনির্বাণ হাজরা ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক। গত পয়লা নভেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার সন্ধে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। দ্রুত নামতে থাকে প্লেটলেট। রাতে প্লেটলেট ট্রান্সফিউশন করা হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

তবে শুক্রবার সকালে ফের নতুন করে অবস্থার অবনতি হয়। দেখা দেয় রক্তচাপজনিত ও হৃদযন্ত্রের সমস্যা। দ্রুত চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি তাঁকে।

অনির্বাণ চিকিৎসকের পাশাপাশি ছিলেন বামপন্থী আন্দোলনের নেতা। বামেদের ছাত্র সংগঠনের রাজ্য স্তরের নেতাও ছিলেন তিনি। ভারতীয় ছাত্র ফেডারেশনের মুখপাত্র ছাত্র সংগ্রামের সম্পাদকও ছিলেন তিনি। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত স্নেহ করতেন তাঁকে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের টিকিটে ভোটেও লড়েন অনির্বাণ।

প্রসঙ্গত, বাংলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। সরকারি হিসেবে চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত এক সপ্তাহেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৩৯৬ জন৷ সংক্রমণের হার১২.৭ শতাংশে দাঁড়িয়েছে। যা নিয়ে সত্যিই উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।

Previous articlePuneeth Rajkumar :পুনীত রাজকুমার মারা যাওয়ার সময় আমি আইসিইউতে ছিলাম, আবেগপ্রবণ রজনীকান্ত
Next articleWinter: উত্তর প্রদেশের যুবকরা শীতের পসরা সাজিয়ে বসেছেন বনগাঁর রাস্তায়,কেজি দরে বিক্রি হচ্ছে কম্বল! দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here