Kedarnath: কেদারনাথের কাছে পুণ্যার্থীদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার,পাইলট-সহ মৃত অন্তত সাত

0
568

দেশের সময় ওয়েবডেস্কঃ কেদারনাথ ধামের পুণ্যার্থীদের নিয়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়ার খবর মিলেছে মঙ্গলবার দুপুর সওয়া ১২টা নাগাদ। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এখনও পর্যন্ত দুই পাইলট-সহ অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে পুণ্যার্থীদের নিয়ে উড়েছিল হেলিকপ্টারটি। তবে কেদারনাথে পর্যন্ত পৌঁছতে পারেনি। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত হয় কপ্টারটি।

ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ের ঢালে একটি জায়গায় ভেঙে পড়েছে কপ্টারটি। তার টুকরো ছড়িয়ে রয়েছে চারিদিকে। আগুনও জ্বলতে দেখা যাচ্ছে কপ্টারের ভেঙে পড়া অংশ থেকে।

মঙ্গলবার উত্তরাখণ্ডের গারু চটির কাছে এই দুর্ঘটনা ঘটে। পুন্যার্থীদের নিয়ে দুর্গম খাদে গিয়ে পড়ে হেলিকপ্টারটি। খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন উদ্ধারকারীরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর দুপুর পর্যন্ত ছ’জনের দেহ উদ্ধার করা গিয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। কোন রাজ্য থেকে তাঁরা কেদারনাথের তীর্থযাত্রায় এসেছিলেন, সেই তথ্যও হাতে আসেনি পুলিশের।

জানা গিয়েছে গুরু চাট্টির কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, উদ্ধার কাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কী কারণে দুর্ঘটনা তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান খারাপ আবহাওয়া, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কপ্টারটি পাহাড়ের গায়ে ধাক্কা খেয়েছিল কিনা তাও এখনও স্পষ্ট করে জানা যায়নি। কেদারনাথ মন্দিরের তিন কিলোমিটার আগে এই দুর্ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঘটনা খুবই দুর্ভাগ্যজনক।

Previous articleTET: ১৭ ঘণ্টা পার, বিনিদ্র রাত কেটে গেল রাস্তায় শুয়েই!এখনও অবস্থানে টেট চাকরিপ্রার্থীরা
Next articleDog Attack: আবাসনে ঢুকে কুকুরে ছিঁড়ে খেল ৭ মাসের একরত্তিকে! হাসপাতালে ছটফট করতে করতে মৃত্যু শিশুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here