Rain Forecast:মহালয়ার আগে ফের বৃষ্টি? দক্ষিণবঙ্গে বর্ষণের পূর্বাভাস কী জানাচ্ছে হাওয়া অফিস !

0
613

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবারের সকালে রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে ঠিকই কিন্তু বেলা গড়ালেই ভোল পাল্টাতে পারে দক্ষিণবঙ্গের আকাশ। দিনভর বিক্ষিপ্ত ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিরসম্ভাবনা আছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

নিম্নচাপের মেঘ কেটেছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলছেই। কখনও আকাশ মেঘলা, আবার পরক্ষণেই চড়া রোদ উঠছে। রোদ-বৃষ্টির লুকোচুরি চলছে যেন। ক্ষণে ক্ষণেই ঝেঁপে বৃষ্টি নামছে। তবে একটানা বৃষ্টি হচ্ছে না।


হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের তিন জেলাতে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে। পুজোর মুখে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। ২৪ তারিখ থেকে ঝেঁপে বৃষ্টি নামবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মহালয়ার আগে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। যার জেরে অনেকটাই স্বস্তি পেয়েছেন পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ। একেবারে দোরগোড়ায় পুজো। এই পরিস্থিতিতে ভারী বর্ষণ হলে সমস্যা হতে পারে।

এবছরের মতো মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করেছে দেশ থেকে। তবে এখনও একটি নিম্নচাপ উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে একটি অক্ষরেখা উত্তর ওড়িশা, উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে উত্তর পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দেশের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Previous articleDakshin Dinajpur : নিরুদ্দেশের খোঁজে” থিম গঙ্গারামপুর ফুটবল ক্লাবের
Next articlePuja Bazar: বনগাঁয় প্রথম পুজোর বাজারে সেলফি জোন,আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শাড়ি কেনাকাটার ধুম: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here