Weather : মহালয়ার আগে বৃষ্টি থেকে মুক্তি মিলবে, কী জানাচ্ছে হাওয়া অফিস?

0
584

দেশের সময় ওয়েবডেস্কঃ সামনেই দুর্গাপুজো। আগামী রবিবার মহালয়া। তাই একটা আশঙ্কা তাড়া করে বেড়ড়াচ্ছে আনন্দ প্রিয় বাঙালিদেরকে ৷ তা হল বৃষ্টি৷ হাতে আর ক’‌টা দিন। বৃষ্টি হলে পুজোর বাজার মার খাবে। ছোট–বড় ব্যবসায়ীদের তাই মাথায় হাত। আবার মণ্ডপ–প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। ফিনিশং টাচটাই যা বাকি। তাই নিম্নচাপ না কাটলে সমস্যা সবারই। 

পুজোর ঠিক আগেভাগেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর । তবে মঙ্গলবার সকালেই এল সুখবর। নিম্নচাপ গতিপথ বদলে ওড়িশা অভিমুখে চলে যাওয়ায় আপাতত রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা কমছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে মৌসুমী বায়ুর বিদায়পর্ব শুরু হয়ে গেছে।

আজ মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরে কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় আজ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে তুলনামূলক ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবারের পর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Previous articleDurga Puja 2022 : বনগাঁ থেকে দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে উল্টোডাঙার যুববৃন্দের মন্ডপে
Next articleDakshin Dinajpur : পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা করে দুর্গাপূজোর শুরু ,গঙ্গারামপুরের দূর্গাবাড়ির পুজোর অজানা গল্প জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here