দেশের সময় ওয়েবডেস্কঃ পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র বন্দর তৈরির বরাত পেল আদানি গোষ্ঠী । সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বন্দরটি তৈরি হলে প্রায় ২৫ হাজার কর্মসংস্থান হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
হলদিয়া, তাজপুরে বন্দরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন গৌতম আদানি ।
শুধু তিনিই নন, তাঁর ছেলেও নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে গিয়েছেন। তখনই বোঝা যাচ্ছিল, এ রাজ্যে বিনিয়োগ নিয়ে আদানি গোষ্ঠী আগ্রহী। চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও গৌতম আদানি তাজপুর বন্দর নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন।
এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে বন্দর তৈরির দায়িত্ব আদানিকেই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের মধ্যে তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। বন্দর তৈরি করতে পর্যায়ক্রমে ২৫ হাজার কোটি টাকা ব্যয় হবে।