Durga Puja: পুজোয় শর্তসাপেক্ষে অনুদান দেওয়া যাবে, হাইকোর্টের রায়ে বড় স্বস্তি রাজ্যের

0
737

দেশের সময় ওয়েবডেস্কঃ দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের অনুদান দেওয়া নিয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলাগুলোর শুনানি ছিল আজ হাইকোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে দায়ের হওয়া মামলাগুলির রায়ে হাইকোর্ট জানাল, অনুদান দেওয়া নিয়ে হস্তক্ষেপ করবে না আদালত। শর্তসাপেক্ষে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া যাবে।

পুজোয় অনুদান দেওয়া দিয়ে ৬টি নির্দেশিকা তৈরি করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান
বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই
নির্দেশ দিয়েছে। প্রায় ৪৩,০০০ পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান দিতে পারবে রাজ্য।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এর আগের দু’বছর পুজো কমিটিগুলিকে রাজ্যের দেওয়া অনুদানের অঙ্ক ছিল ৫০ হাজার। এ বার মুখ্যমন্ত্রী জানান, ৬০ হাজার টাকা অনুদানের পাশাপাশি পুজো কমিটিগুলি বিদ্যুৎ বিলেও ছাড় পাবে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দুটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের দাবি ছিল, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বকেয়া রয়েছে।

সেখানে পুজো কমিটিগুলোকে এই বিশাল অঙ্কের টাকা অনুদান দেবে সরকার যা একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়। উপরন্তু, এই মামলায় রাজ্য সরকারের তরফে হাইকোর্টে যে হলফনামায় পেশ করা হয় সেখানে বলা হয়, রাজ্য সরকারের কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই। তাই এই মামলার গ্রহণযোগ্যতাই নেই। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, ডিএ এবং পুজোর অনুদান সম্পূর্ণ আলাদা দু’টি বিষয়। এছাড়া রাজ্য সরকার পুজো কমিটিগুলোকে বিদ্যুৎ বিলে কোনও ছাড় দিচ্ছে না।

Previous articleWeather Alert: রাতভর বৃষ্টিতে পন্ড পুজোর বাজার, দুর্যোগের মেঘ কাটেনি, জেলায় জেলায় আর কত দিন বৃষ্টি চলবে?
Next articleBJP Nabanna Abhijan:ডোন্ট টাচ মাই বডি, পুরুষ পুলিশকে ডাকুন, অভিযানের শুরুতেই বাধায় শুভেন্দু,আটক করল পুলিশ ! বিজেপির নবান্ন অভিযানের বিরোধিতায় মামলা হাইকোর্টে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here