Mamata Banerjee:কেউ বুঝতে পারেনি ভিতরে ভিতরে শিল্প হয়ে গেছে !চাকরি নিয়ে বড় ঘোষণা মমতার

0
1208

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আজই ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হচ্ছে, ১৫ তারিখে আরও ৭ হাজার নিয়োগপত্র দেওয়া হবে। সব মিলিয়ে ৩০ হাজার ছেলে মেয়ের হাতে নিয়োপত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন  তিনি।

সব মিলিয়ে ৩০ হাজার ছেলে মেয়ের হাতে নিয়োপত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন  তিনি। আজ, সোমবার উৎকর্ষ বাংলার কর্মসূচি  ছিল। সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আজ থেকে আরও নিয়োগপত্র যাচ্ছে। উতৎকর্ষ বাংলার লোগো দেওয়া নিয়োগপত্র যাচ্ছে। আজ ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হচ্ছে।

১৫ তারিখ খড়গপুরে আরও ৭ হাজার নিয়োগপত্র দেওয়া হবে।” তিনি আরও বলেন, “বাংলা বিশ্বের সেরা। এ রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যকে গর্বিত করেছে। গোল একমাত্র বাংলাই দেবে। বাংলাই গোল দেওয়ার ক্ষমতা থাকে।” রাজ্য সরকারের  ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে যাঁরা প্রশিক্ষণ নিয়েছিলেন, তাঁদের হাতেই আজ নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে তিনি জানান, অধিক জোর দিচ্ছেন কারিগরি শিক্ষায়। তার সঙ্গে হোম ট্যুরিজম এর ক্ষেত্রেও প্রচুর কাজের সুযোগ হয়েছে বলে জানান তিনি। আজ তিনি বলেছেন, সারা দেশে যখন ৪৫ শতাংশ কর্মসংস্থান কমে গিয়েছে, তখন বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বাড়িয়ে বেড়েছে। রাজ্যের বিরোধী দলগুলি যখন বারবার সুর চড়িয়েছে, রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, তার মাঝেই মুখ্যমন্ত্রীর একই দিনের একগুচ্ছ ঘোষণাকে জবাব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

তাঁর সরকারের সময়কালে একেরপর এক বিষয়ে বাংলা সেরার সেরা হয়েছে, এই প্রসঙ্গেও তিনি বলেন, ‘‘আমরা কন্যাশ্রীর জন্য বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছি। আমাদের দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। তিন দিন আগে আবার একটা স্বীকৃতি পেয়েছি আমরা। বাংলা সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বে প্রথম হয়েছে।’’

বাংলায় শিল্পের বন্ধ্যাদশা নিয়ে যখন তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা সরব তখন নেতাজি ইনডোর থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থানের পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সোমবার উৎকর্ষ বাংলার কর্মসূচিতে মমতা বলেন, ‘এমএসএমই সেক্টরে ৯০ লক্ষ ক্ষুদ্র ইউনিট রয়েছে। সেখানে ১ কোটি ৩৬ লক্ষ লোক কাজ করেন । লেদার ইন্ডাস্ট্রিতে ৫ লক্ষ লোক কাজ করছে।’

একথা বলতে বলতেই মুখ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এই ইউনিটগুলো ১০ লক্ষ স্কুল ড্রেস তৈরি করে। এক সরকারি আধিকারিক মুখ্যমন্ত্রীকে জানান, ১০লক্ষ নয়। আড়াই কোটি স্কুল ড্রেস তৈরি করে এমএসএমই ইউনিটগুলি।

তারপরেই মমতা বলেন, ‘আড়াই কোটি স্কুল ড্রেস তৈরি করতে কত লোকের কর্মসংস্থান হয়? এতে মানুষের দারিদ্র দূরীকরণ হয়। এভাবে কর্মসংস্থান তৈরি হয়।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ ভিতরে হয়ে গেছে কেউ বুঝতে পারেনি। তার কারণটা কী, এখানে কিছু পলিটিক্যাল পার্টি আছে, আর কিছু মিডিয়া আছে, যারা কিছু একটা গণ্ডগোল হলেই সারাক্ষণ ইঁদুর কামড়েছে, ইঁদুর কামড়েছে বলে ঘুরেবেড়াচ্ছে।’
তাঁর কথায়, ‘আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রোজ দেখাত রেলে ইঁদুর ঘুরেবেড়াচ্ছে। এখন কী ঘুরেবেড়াচ্ছে দেখায়?’
মুখ্যমন্ত্রী এদিন বোঝাতে চান, বাংলায় যে পরিমাণ মানুষের কর্মসংস্থান হয়েছে তা নিয়ে আলোচনা না করে সরকারের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। এতে যেমন রয়েছে বিরোধী দলগুলি তেমন রয়েছে সংবাদমাধ্যমের একাংশও।

তাঁর কথায়, ‘আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রোজ দেখাত রেলে ইঁদুর ঘুরেবেড়াচ্ছে। এখন কী ঘুরেবেড়াচ্ছে দেখায়?’

মুখ্যমন্ত্রী এদিন বোঝাতে চান, বাংলায় যে পরিমাণ মানুষের কর্মসংস্থান হয়েছে তা নিয়ে আলোচনা না করে সরকারের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। এতে যেমন রয়েছে বিরোধী দলগুলি তেমন রয়েছে সংবাদমাধ্যমের একাংশও।

এদিন নেতাজি ইনডোরের মঞ্চ থেকেই জলপাইগুড়ির রানিনগরে কোকোকোলার একটি কারখানা উদ্বোধন করেন মমতা। সংস্থার আধিকারিক জানান, ৬৬০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই কারখানার শ্রমশক্তির ৬৬ শতাংশ মহিলা।

উপস্থিত ছাত্রছাত্রী, বিভিন্ন আইটিআই ও পলিটেকনিকে প্রশিক্ষণ নেওয়া কর্মপ্রার্থীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাইরে যাওয়ার দরকার নেই। চাকরি আপনাকে ডাকবে, শুধু খোঁজ রাখতে হবে।’

Previous articleWeather:বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বাংলার উপকূলে প্রবল দুর্যোগের সতর্কতা জারি
Next articleBSF: চারদিনে তিনবার! ৫ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার বাংলাদেশ সীমান্তে, বিএসএফের তৎপরতায় বাগদায় গ্রেফতার এক পাচারকারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here