পিয়ালী মুখার্জি : সম্প্রতি বাটানগর স্পোর্টস ক্লাব এ অনুষ্ঠিত হলো অঙ্গন নাট্য সংস্থা আয়োজিত ‘নাট্যসেতুবন্ধন – ২০২২’। গত ৩রা ও ৪ঠা সেপ্টেম্বর স্পোর্টস ক্লাব মঞ্চে মঞ্চস্থ হল পাঁচটি ভিন্নস্বাদের নাটক। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তাপ্রাপ্ত অঙ্গন নাট্য সংস্থার এই উৎসবে উদ্বোধনে সম্বর্ধনা দেওয়া হয় বজবজের বিশিষ্ট কবি, নাট্যকার ও পরিচালক শ্রী সুবীর দত্তকে।
প্রদীপ প্রজ্জ্বলনের পর অনুষ্ঠিত হয় প্রথম নাটক ‘নেতাজীনগর সরস্বতী নাট্যশালার নাটক “আঁধারের ধূপছায়া” (নাটকঃ সঞ্জয় চট্টোপাধ্যায়, নির্দেশনাঃ জয়েশ ল)। অভিনয়গুণে এই এই নাটকটি দর্শক সাধারণের প্রশংসা আদায় করতে সক্ষম হয়। প্রথম দিনের শেষ প্রযোজনা ছিল ‘সালকিয়া আগন্তুক নাট্যসংস্থার’ “পশুপতি অপেরা” (নাটকঃ বিমল বন্দোপাধ্যায়, নির্দেশনাঃ তরুণ দাস)’। একটি নাট্যদলের মহলাকক্ষে ঘটে যাওয়া সুখ দুঃখের ঘটনা নিয়ে তৈরী এই নাটক।
৪ঠা সেপ্টেম্বর, রবিবার অর্থাৎ দ্বিতীয় দিনের প্রথম প্রযোজনা ছিল খিদিরপুর রং বেরং’ এর নাটক “এক যে আছে কন্যা” (নাটক ও নির্দেশনাঃ তন্ময় চন্দ্র)। হারিয়ে যাওয়া পুরোনো প্রেম নতুন করে ফিরে পাওয়ার এই প্রযোজনায় মঞ্চ, আলো ছিল উল্লেখযোগ্য। আবহ প্রক্ষেপণের কিছু সমস্যা কিছু ক্ষেত্রে শ্রবণে বাধার সৃষ্টি করছিল। দ্বিতীয় দর্শনে ‘রানীকুঠি আঙ্গিক’ প্রযোজনা “বাতিঘর” (নাটকঃ সুমন্ত্র চট্টোপাধ্যায়, নির্দেশনাঃ সুশান্ত মজুমদার) দর্শকদের তৃপ্তি দেয়।
অভিনেতাদের, অভিনয়গুণ এর সাথে আলো ও শব্দের প্রয়োগ নাটকটিকে অন্য মাত্রা দেয়। তৃতীয় ও সর্বশেষ প্রযোজনা সুনীলনগর ড্রামা সেন্টার’ এর নাটক “বেলুন গুরুদেব” (নাটকঃ সৌমিত্র বসু, নির্দেশনাঃ অনুব্রত চক্রবর্তী ) দর্শকদের আনন্দ দিতে সক্ষম হয় একঝাঁক তরুণ তরুণীর নাচ গান ও নাটকে মজার আড়ালে লুকিয়ে থাকা রাজনৈতিক বক্তব্য মনোগ্রাহী ছিল। অভিনয়ে আর একটু নজর দিলে এই নাটকটি আরো সার্থকতা লাভ করবে।
প্রতি প্রযোজনার শেষে নাট্যদলগুলিকে উত্তরীয়, শুভেচ্ছা স্মারক ও চারাগাছ দিয়ে সম্মান জানানো হয়। সুষ্ঠ ব্যবস্থাপনা ও সামগ্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে আয়োজকরা দুদিনের অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। আগামীদিনে এই উৎসব এর আরো শ্রীবৃদ্ধি হবে এরকমটাই আশা রাখি।