দেশের সময় ওয়েবডেস্কঃ রবির দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায় আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, সেই মতোই এদিন দুপুর হতেই আকাশ কালো করে তেড়ে বৃষ্টি শুরু হয়েছে শহর ও শহরতলিতে। বৃষ্টি শুরু হতেই ফুটবলপ্রেমীদের কপালে ডার্বি নিয়ে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।
ডার্বি দেখতে যাঁরা মাঠে যাবেন তাঁদের মনে এখন একটাই প্রশ্ন, বিকেলে কমে যাবে তো বৃষ্টি? আবহাওয়া দফতর সূত্রে খবর, দিনভর এমনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনাতে দুপুর হতেই ঝেঁপে বৃষ্টি নেমেছে। সঙ্গে দমকা হাওয়া।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৫ শতাংশ ৷
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা -মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। সাময়িকভাবে বৃষ্টি হলে তাপমাত্রা কমলেও তা পরে বেড়ে যাবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভবনা। ভারী বৃষ্টি হবে মূলত পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।
এই মুহূর্তে আমাদের রাজ্যে মৌসুমী অক্ষরেখা ছাড়া আর সেভাবে কোনও সিস্টেম নেই। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে একেবারে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত বা ভারি এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখন্ড সিকিম বিহার এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভবনা, ঝাড়খন্ড,উত্তরপ্রদেশ,তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ৷