Atal Bridge Inauguration : উদ্বোধন আজই,
দেশের সময় : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমদাবাদে এক নতুন ধরনের সেতুর উদ্বোধন করবেন। সবরমতী নদীর ওপরে তৈরি হয়েছে ৩০০ মিটার দীর্ঘ একটি ফুটওভার ব্রিজ । সেটি ব্যবহার করে মানুষ হেঁটে নদী পারাপার করতে পারবেন। থাকছে সাইকেলে যাতায়াতের ব্যবস্থাও।
ফুটওভার ব্রিজটির মাঝের অংশ চওড়া। সেখানে পথচারীরা কিছু সময় অপেক্ষা করে বিশ্রাম নেওয়া এবং সেখান থেকে শহর দেখার সুযোগ পাবেন।
উপভোগ করতে পারবেন বিভিন্ন আঙ্গিকে নদীর সৌন্দর্যও৷ পথচারীদের জন্য সুসজ্জিত সরণি রয়েছে এই সেতুতে ৷ তাঁরা উপরের ও নীচের, দুই অংশের সরণিই ব্যবহার করতে পারবেন ৷
জানা গিয়েছে মোট ২৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু ৷ এর ছাদ নির্মিত রঙিন ফ্যাব্রিকে ৷ সেতুর রেলিঙ তৈরি করা হয়েছে কাচ ও স্টেনলেস স্টিলে ৷ আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৈরি অটল সেতুর বৈশিষ্ট্য চোখ ধাঁধানো নক্সা এবং এলইডি আলোর সজ্জা ৷ ৩০০ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া এই সেতুর পশ্চিম দিকে অঙ্গসজ্জার অন্যতম অঙ্গ ফুলের বাগান ৷ পূর্বদিকে থাকবে শিল্প ও সংস্কৃতির কেন্দ্র ৷
Doesn’t the Atal Bridge look spectacular! pic.twitter.com/6ERwO2N9Wv
— Narendra Modi (@narendramodi) August 26, 2022
সবরমতীর নদীর উপর আলোর মালায় সাজানো অটল সেতুর ছবি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী ৷ অটল সেতু উদ্বোধন ছাড়াও গুজরাতে প্রধানমন্ত্রীর আরও কিছু কর্মসূচি আছে ৷ শনি থেকে রবি পর্যন্ত দু’দিনের সফরে তিনি থাকবেন গুজরাতেই ৷ শনিবার বিকেলে ‘খাদি উৎসব’-এ বক্তৃতা করবেন তিনি ৷
এই সফরেই গুজরাতের খাদি শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে জনসভার আয়োজন করা হয়ে। গোটা রাজ্য থেকে খাদি শিল্পে যুক্ত লোকজনকে আমদাবাদে আনা হয়েছে।
আজ প্রধানমন্ত্রী যে ফুটওভার ব্রিজটির উদ্বোধন করবেন সেটি উৎসর্গ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে।